বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বেশ কিছু সময় আগেই শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রী সভার তৃতীয় বারের শপথ গ্রহণ অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিখ্যাত মানুষ যেমন উপস্থিত আছেন, তেমনই উপস্থিত আছেন বিশ্বের বহু রাষ্ট্রপ্রধান। অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই নয়াদিল্লিতে উপস্থিত হয়েছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনৌত এবং মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। রবিবার বিকেলে নয়াদিল্লিতে পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেও, তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমেই উপস্থিত হয়েছেন।
এছাড়াও ভারতের অন্যতম বন্ধুরাষ্ট্র ভুটান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেও এনডিএ সরকারের তৃতীয় শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। নেপালের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ভারতের মন কষাকষি চললেও রবিবার বিকেলে নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’। মোদী শপথ নেওয়ার পরে তাঁকে হাততালি দিতে দেখা যায়। এর আগেই মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আফ্রিকার মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র সেশেলজের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ।