বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:উত্তর বর্ষাস্নাত হলেও, দক্ষিণ বৃষ্টিহীন। মাঝ পথে আটকে মৌসুমী বায়ু। দক্ষিণে তাপ প্রবাহ আরো বাড়বে।
এ বছর আবহাওয়ার খাম খেয়ালিপনা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় আবহাওয়া দপ্তর। কেরলে বর্ষা নির্দিষ্ট সময়ের আগে ঢুকেছে। মৌসুমী বায়ু এসে পৌঁছেছে হিমালয়ের পাদ দেশে – উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিণ বঙ্গে ‘তোমার দেখা নাই।’ আজও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আশা করা হচ্ছে এপ্রিলের থেকেও আরও শোচনীয় অবস্থা হবে রাজ্যে। তবে এখনও বঙ্গে বর্ষা আসতে ঢের দেরি। কারণ এখনও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইসলামপুরেই আটকে আছে। যার দরুণ এখনও ঢের দেরি বঙ্গে বর্ষার আগমনে। দক্ষিণের মানুষ পূর্বে তাপ প্রবাহে।
বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত। বইবে ৪০-৫০ কিমি বেগে হাওয়া। তবে সেই বৃষ্টির স্বস্তি ঘণ্টা তিন চারেকের বেশি স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রী বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং-সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দমকা হাওয়া আর দক্ষিণবঙ্গে প্রতিদিনই তাপমাত্রার বৃদ্ধি হচ্ছে জেলায়। পুরুলিয়ায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪২ ডিগ্রী সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশপাশে। তবে শুধু পুরুলিয়া নয়, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অস্বস্তিকর গরমের জেরে হলুদ সতর্কতা জারি করা করেছে আবহাওয়া দফতর এর তরফ থেকে।