বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাহুল গান্ধীর এখন যা বয়স সেই আসনও এবার কংগ্রেস পাবে না! ভোট প্রচারে গিয়ে এমনটাই দাবি করেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু ভোটের ফলাফল অন্য কথা বলছে। দেশের মানুষ এবার খোলা হাতে কংগ্রেসকে ভোট দিয়েছে। এক ধাক্কায় কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে ৯৯। ১০০ পার করতে প্রয়োজন একটা মাত্র আসনই।

আর সেই আসনেই (Lok Sabha Election Results 2024) কার্যত পৌঁছে গেল দেশের সবথেকে পুরানো এই দল। কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন আরও এক সাংসদ।মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে এবার লড়াইয়ের ময়দানে নামে কংগ্রেস। গত ১০ বছর পর দেশে অভাবনীয় ফল হয়েছে সে দলের। যা সোনিয়া-রাহুলদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে।

এই অবস্থায় কংগ্রেসকে সমর্থনের কথা জানালেন নব নির্বাচিত নির্দল সাংসদ বিশাল পাটিল। আজ শুক্রবার মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করে কংগ্রেসকে নিজের সমর্থন জানিয়েছেন। এবার মহারাষ্টের সাংলি আসন থেকে লড়াই করছিলেন বিশাল।

বলে রাখা প্রয়োজন, কংগ্রেসের হয়ে এবার লোকসভায় প্রার্থী হতে চেয়েছিলেন বিশাল। সাংলি আসল থেকেই লড়াই’য়ের ময়দানে নামার কথা বলেন। কিন্তু আসন সমঝোতার ফলে তাঁকে ওই লোকসভা আসন থেকে প্রার্থী করেনি কংগ্রেস। শিবসেনা থেকে প্রার্থী হন একজন। যদিও এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নির্দল হয়েই নির্বাচনে লড়াই করেন বিশাল পাটিল। ওই আসন থেকে এক লাখেরও বেশি ভোটে জয় পেয়েছেন বিশাল। আর এরপরেই কংগ্রেসকে সমর্থনের কথা জানান তিনি।

গত ২০১৪ সালে কংগ্রেস ৪৪ টি আসন পায়। এরপর ২০১৯ সালে ৫২ টি আসন পায়। এবারের লোকসভা নির্বাচন (Lok Sabha Election Results 2024) রাহুল গান্ধী তো বটেই, মল্লিকার্জুন খাড়গের কাছেও ছিল বড় পরীক্ষা। কার্যত প্রেস্টিজিয়াস ফাইট। সেখানে দাঁড়িয়ে ৯৯টি আসন কংগ্রেসের ঝুলিতে যায়। শুধু তাই নয়, দীর্ঘদিন পর ফের একবার বিরোধী আসনে বসতে চলেছেন রাহুল গান্ধীর দল।

বলে রাখা প্রয়োজন, আজ শুক্রবার সংসদীয় দলের বৈঠক থেকে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিগত দশটা বছরে ১০০টি আসনে কংগ্রেস জিততে পারেনি। ২০১৪, ২০১৯ এবং ২০২৪, এই তিন লোকসভা নির্বাচনে কংগ্রেস যত (Lok Sabha Election Results 2024) আসন পেয়েছে, তার থেকে বেশি আসন এবার বিজেপি জিতেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *