বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ট্রেনের আধুনিককরণ করতে গিয়ে মাঝে মাঝেই সংকটে পড়ছেন যাত্রীরা। প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ইন্টারলকিং-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের কারণে মহা ঝঞ্ঝাট পোহাতে হবে যাত্রীদের।
গত বুধবার এক সাংবাদিক বৈঠকে শিয়ালদহের DRM দীপক কুমার নিগম জানিয়েছেন, এবার সব ট্রেন ১২ কামরার হতে চলেছে। তাই কাজের সুবিধার জন্য শিয়ালদহ স্টেশনে ২১টি প্লাটফর্মের মধ্যে ১ থেকে ৫ নম্বর, এই পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকতে চলেছে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। এই অবস্থায় খুবই সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা।
রেলের পক্ষ থেকে এক বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন শিয়ালদহ থেকে আপ-ডাউন মিলিয়ে মোট ৮৯৪টি ট্রেন চলাচল করে। কিন্তু, আজ থেকে আগামী রবিবার পর্যন্ত ৮০৬টি ট্রেন চলবে। আবার এই ৮০৬টি ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথও বদলে দেওয়া হয়েছে। শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করবে ওই ট্রেনগুলি। পাশাপাশি চারটি এক্সপ্রেসের যাত্রাপথও সংক্ষেপিত করা হয়েছে। ফলে ট্রেনে ভিড় বেড়ে গেছে ভয়ঙ্করভাবে। এর জন্য শুক্রবার দুর্ঘটনাও ঘটেছে।
যাত্রীদের এই দুর্ভোগ দূর করতে ভারতীয় রেল পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের কাছে অতিরিক্ত বাস চালানোর অনুরোধ করেছে। সে কারণেই শুক্রবার সকাল ৬টা থেকে ব্যারাকপুর থেকে ডানলপ এবং ক্যান্টরমেন্ট স্টেশন লাগোয়া দমদম জেল থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত দু’টি রুটে সরকারি বাসের শাটল পরিষেবা মিলবে।এছাড়াও, দমদম জেল থেকে নাগেরবাজার, লেক টাউন, পাতিপুকুর হয়ে বেলগাছিয়া মেট্রো পর্যন্ত সরকারি বাস আসবে।অন্যদিকে ব্যারাকপুর থেকে টিটাগড়, খড়দহ, পানিহাটি, রথতলা হয়ে ডানলপ পর্যন্ত বাস চলবে। এতে হয়তো কিছুটা হলেও যাত্রীদের দুর্ভোগ কমবে।