বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এক ধাক্কায় রাজ্যের প্রায় ৫ হাজার OBC সার্টিফিকেট বাতিল করেছে আদালত। এবার? কোন সার্টিফিকেটের ভিত্তিতে ওবিসি কোটায় ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হবে? এই নিয়ে উঠছে প্রশ্ন।
হাইকোর্টের নির্দেশের পর এবার বিপাকে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিও! কিভাবে এই সমস্যার সমাধান হবে? সেই নিয়েই দিশেহারা কর্তৃপক্ষ। চাপ বাড়ছে পড়ুয়াদের। ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। আদালতের মতে নিয়ম না মেনে ওই সার্টিফিকেট দেওয়া হয়েছে।
আদালতের এই রায়ের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি ওই রায় মানেন না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে কোন সার্টিফিকেটের ভিত্তিতে – তা নিয়ে চিন্তায় সকলে। তবে অভিজ্ঞ মহলের মতে আদালতের রায়ে চাকরিরতদের কোনো সমস্যা না হলেও, চাকরিপ্রার্থীরা অবশ্যই অসুবিধায় পড়বেন। আদালতের রায়ের জেরেই সমস্যায় পড়েছেন ওবিসি তালিকাভুক্ত ছাত্র-ছাত্রীরাও।