বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:INDIA জোট রুদ্ধদ্বার বৈঠকে ঠিক করেন যে কোনো সাংসদকে এই জোটে এখনই নেওয়ার চেষ্টা তারা করবে না। তবে সকলের জন্যই খোলা থাকবে INDIA জোটের দরজা।

২৪০টির কাছাকাছি আসন জিতে সরকার গড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইন্ডিয়া জোট। রাজনৈতিক মহলে এই আলোচনাও শুরু হয়েছিল যে চন্দ্রবাবু এবং নীতীশ কোন দিকে থাকবেন। কিন্তু শেষ পর্যন্ত ওঁরা NDA র সঙ্গেই আছেন। বুধবার ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর ইন্ডিয়া জোটের শরিক দলগুলি মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সরকার গঠনের কোনও চেষ্টা করবে না, বিরোধী আসনেই বসবে। তবে অন্যান্য দলের জন্য দরজা খোলা রাখবে।

জানা যাচ্ছে, ওই সভায় প্রাথমিক ভাষণেই কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়্গে বলেন, “মোদির নেতৃত্বের বিজেপির ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া শিবির। বিজেপির সরকারে প্রতি মানুষের অবস্থান বুঝে ঠিক সময়ে আমরা পদক্ষেপ করব”। প্রয়োজনে সংসদ উত্তাল করে তোলার কথাও তিনি বলেন। নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির ছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপ নেতা রাঘব চড্ডা, সমাদবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব প্রমুখ। বৈঠকের শেষে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, “জোটের শরিক দলগুলিকে সমর্থনের জন্য মানুষকে ধন্যবাদ জানিয়েছে ইন্ডিয়া।” ওই বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়েছে, এই রায় মোদীর পরাজয়ের রায়, ফ্যাসীবাদের বিরুদ্ধে গণতন্ত্রের জয়ের রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *