বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মমতা বন্দ্যোপাধ্যায় বার বার করেই বলেছেন, আঞ্চালিক দলগুলোকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। সর্বভারতীয় দল হিসাবে কংগ্রেসের সঙ্গে মমতার কিছুটা দূরেত্বের ইঙ্গিত আগেও পাওয়া গিয়েছিল।

 

এবার আখিলেশের দাড়িতে অভিষেকের মিটিং সেই ইঙ্গিত দিচ্ছে। প্রায় ৪৫ মিনিট কথা হয় তাঁদের মধ্যে। অভিষেকের সঙ্গে তৃণমূলের তরফে হাজির ছিলেন ডেরেক ও ব্রায়েন। বৈঠকে কী কথা হল, তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। সাংবাদিকদের কৌতূহল এই নিয়ে চূড়ান্ত।

বিরোধী দলের প্রাপ্য একাধিক পদ কোন কোন দল পেতে চলেছে তা নিয়েও হায়তো আলোচনা হবে। লোকসভা নির্বাচনে কংগ্রেস, তৃণমূল, এসপি সহ ইন্ডিয়া জোটের দলগুলি ২৩৬টি আসন পেয়েছে। কংগ্রেস একাই ৯৯টি আসন পেয়েছে। ফল প্রকাশের পর খাড়্গের বাড়িতে বৈঠকে বসেছিলেন সব দলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার অখিলেশের বাড়িতে অভিষেক হাজির হওয়ার পর বাড়ছে নয়া জল্পনা। তবে কি ইন্ডিয়া জোটের পাশাপাশি আঞ্চলিক দলগুলিও আলাদাভাবে কথাবার্তা বলছে? এবার শেষ দেখার অপেক্ষায় আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *