বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাংলায় বিজেপির এই ভরাডুবির দায় এড়িয়ে যেতে চাননা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যে প্রথম টার্গেট ৩৫, পরে কমে হলো ৩০, আর প্রাপ্তির ঝুলিতে তার থেকে অনেক কম।

কিন্তু কেন এমন হলো? বঙ্গ বিজেপির এক সময়ের সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মতো তাবড়-তাবড় নেতারা হেরেছেন। কীভাবে এই ফল সম্ভব? কোথাও কি ভুল ছিল? এরই উত্তর দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “রাজ্য সভাপতি হিসাবে দায় তো আমারই। সব সিদ্ধান্ত আমি নিতে পারিনি। কিন্তু দায় তো আমাকেই নিতে হবে। আমি পিছু পা হব না। সিদ্ধান্ত হয়ত অন্য কেউ নেবে। তবে দায় আমাকেই নিতে হবে।” ফলে, নাম না করে কার দিকে তিনি এই আঙুল তুললেন সে কথা যদিও জানা যায়নি। তিনি কি শুভেন্দু আধিকারীকে ইঙ্গিত করছেন? তা অবশ্য স্পষ্ট নয়।

সুকান্ত দুঃখের সঙ্গে বলেন, নিশীথ প্রামানিকের পরাজয় অপ্রত্যাশিত। একই সঙ্গে তিনি এও বলেছেন, “আমার বিশ্বাস ছিল দিলীপদা জিতে যাবেন। উনি আমাদের সকলের নেতা। আমরা সকলে শ্রদ্ধা করি। ওনার কেন্দ্র পরিবর্তনের জন্যই হয়ত হেরে গেলেন।” প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে যখন বিজেপি ১৮ আসন জিতেছিল। সেই সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে বিজেপি যে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে, তার বীজ বপন হয়েছিল দিলীপ জমানাতেই। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর পরাজয় আঘাত করেছে তামাম বিজেপি কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *