বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কিছুটা হলেও সিপিএমের মহম্মদ সেলিম মুখ রক্ষা করেছে। দ্বিতীয় বয় হতে পেরেছে। বাকি সর্বত্র সিপিএমকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। কিন্তু কেন এমন হলো? তা বিশ্লেষণ করবেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
দমদমের সুজন আর শ্রীরামপুরে দীপ্সিতা, যাদবপুরে সৃজন কিছুটা আশা জাগিয়েছিল। কিন্তু ভোট গণনা শুরু হতেই বোঝা গিয়েছে মানুষ এখনো তৃণমূলের বিরোধী হিসাবে বামেদের গ্রহণ করতে রাজি না। কিছুটা হলেও মুখ রক্ষা করেছেন মহম্মদ সেলিম। ২০২৪-এর লোকসভা ভোটের ফলাফলে দ্বিমুখী লড়াইয়েরই প্রতিফলন। তৃণমূল বনাম বিজেপি। দাগই কাটতে পারল না কংগ্রেস, বাম।
কংগ্রেস তাও মালদহ দক্ষিণের আসন ধরে রাখতে পেরেছে। ডালুবাবুর ছেলে ঈশা খান চৌধুরী মান রেখেছেন। তবু গত ভোটের ২ থেকে নেমে এবার মাত্র ১টিই ভরসা। কিন্তু সিপিএম যে তিমিরে ছিল সেই তিমিরেই। একমাত্র মুর্শিদাবাদে মহম্মদ সেলিম ‘সেকেন্ড বয়’ হয়ে দাগ কাটলেন। গণনার রাত অবধি যা খবর, তাতে প্রায় ৩৪ লক্ষের মতো ভোট পেয়েছে সিপিআইএম। তার মধ্যে সেলিমেরই প্রাপ্তি ৫ লক্ষ ১৭ হাজার ভোট। এবার আলিমুদ্দিনের বিচার বিশ্লেষণ করার সময়।