বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নিজের কেন্দ্র বারাণসীর ভোট-সহ সপ্তম দফায় ৫৭ টি কেন্দ্রের ভোট শেষের পর এক্সিট পোলও বেরিয়ে গিয়েছে। প্রায় সবকটি এক্সিট পোলেই মোদীর ফিরে আসার কথা বলা হয়েছে।
এদিকে প্রায় দেড় মাস ধরে চলা ভোট পর্বের মধ্যে দেশে প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনা ঘটেছে। যার মোকাবিলা-সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী মোদী এদিন একাধিক বৈঠক করেন।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী তাঁর নির্বাচন পরবর্তী বৈঠকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এবং দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। প্রসঙ্গত এই ঘূর্ণিঝড়ে মানুষের মৃত্যু, সম্পত্তির ক্ষতি হয়েছে বিস্তর।
বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে ত্রিপুরা, মিজোরাম, অসম, মণিপুর ও মেঘালয়ের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। রাজ্যগুলিতে ভূমিধস, বন্যার কারণে মানুষের জীবন, ঘরবাড়ি ও সম্পত্তির ক্ষতির বিবরণ দেওয়া হয়। প্রসঙ্গত রাজ্যগুলিতে আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা এবং রাস্তা পুনরুদ্ধারে এনডিআরএফের সাহায্য নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীকে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রেমালে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সহায়তা অব্যাহত রাখবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রককে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং রাজ্যগুলিকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিষয়টির পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের পরিস্থিতি এবং বর্ষার প্রস্তুতি নিয়ে আলাদা আলাদা বৈঠক করেছেন। সেইসব বৈঠকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, রাজস্থান, গুজরাত ও মধ্যপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। অন্যদিকে দেশের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু স্বাভাবিক কিংবা তার থেকে বেশি এবং দক্ষিণ ভারতের কিছু অংশে স্বাভাবিকের থেকে কম থাকতে পারে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী নির্দেশ দিয়েছেন, আগুন লাগার ঘটনা প্রতিরোধ ও পরিচালনার জন্য নিয়মিত মহড়া চালাতে হবে। পাশাপাশি হাসপাতাল ও অন্য পাবলিক প্লেসের ফায়ার অডিট এবং বিদ্যুতিক নিরাপত্তার পরীক্ষা নিয়মিত করতে হবে।
প্রধানমন্ত্রী মোদী এদিন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত করতে একটি বৈঠক করেন। এব্যাপারে ৫ জুন বার্ষিক অনুষ্ঠান পালন করা হবে।
এখানে উল্লেখ করা প্রয়োজন নির্বাচনী প্রচার শুরুর আগে প্রধানমন্ত্রী মোদী শীর্ষ আমলাদের বলেছিলেন, অন্তর্বর্তী সময়ে মোদী ৩ সরকারের প্রথম একশো দিনের জন্য কী কী সিদ্ধান্ত নেওয়া য.েতে পারে তার পরিকল্পনা তৈরি করতে। তিনি সেই সময় স্পষ্ট করে দিয়েছিলেন, নতুন সরকার প্রথম ১০০ দিনে কঠিন সিদ্ধান্ত নেবে।