বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীতের রাতে আগুন লাগল কালিম্পং এ। আগুন লেগে পুরোপুরি পুড়ে গেল হ্যাপি বিল্ডিংয়ের বেশ কয়েকটি বাড়ি। বাড়ি বেশ পুরানো থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এই সময় বাইরে কাপড় মেলা ছিল , এবং তাড়াতাড়ি ছড়িয়ে যায় , রাত খাওয়ার কারণে অনেকেই বুঝে উঠতে পারেননি , যে আগুন লেগেছে।
আগুনের গরম লাগার পরে সবাই বুঝলেন যখন আগুন লেগেছে তখন কালিম্পং এর মতো জায়গায় অনেক রাত হয়ে গেছে। দমকল কে খবর দেওয়ার পরে দমকল এসে আগুন নিভাতে নিভাতে অনেকটাই দেরি করে ফেলে। খবর পাওয়া গেছে বেশ কয়েক হাজার টাকা সম্পত্তি নষ্ট হয়ে গেছে। তবে সবাই বাইরে বেরিয়ে চলে আসায় কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি। বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।