বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক সোমবার রাজ্যের দুই কেন্দ্রে ফের নির্বাচন। বারাসত ও মথুরাপুরের একটি করে বুথে সোমবার পুনর্নির্বাচন য়হতে চলেছে। এব্যাপারে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত এদিন ডায়মন্ডহারবারের চারশোর বেশি বুথে এবং মথুরাপুরের ১২ টি বুথে পুনর্নির্বাচনের দাবি করে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি।
যে দুটি বুথে সোমবার পুনর্নির্বাচন হতে চলেছে, সেগুলি হল বারাসত লোকসভার দেগঙ্গার ৬১ নম্বর বুথ এবং মথুরাপুর লোকসভার অন্তর্গত কাকদ্বীপের ২৬ নম্বর বুথ। সোমবার সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ওই পুনর্নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
শনিবার ওই দুই কেন্দ্রে নির্বাচন ছিল। রবিবার স্ক্রুটিনি করে দেখে নির্বাচন কমিশন। সেই সময় বারাসত লোকসভার দেগঙ্গার ৬১ নম্বর বুথে এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
বিজেপির তরফে ওই দুই বুথ-সহ আরও বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল। নির্বাচনের সময় বুথগুলিতে দেদার ছাপ্পা ও ভুয়ো ভোটিংয়ের অভিযোগ করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ ছিল দুপুর দেড়টার পর থেকে ভুয়ো ভোট ও ছাপ্পার শুরু।
কমিশনের তরফে ওই দুই কেন্দ্রের সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পুনর্নির্বাচনের কথা যাতে সাধারণ মানুষ জানতে পারেন, তার জন্য লাউড স্পিকারে ও ড্রাম বাজিয়ে প্রচারের কথা বলা হয়েছে।
এদিন বিজেপির তরফে শিশির বাজোরিয়া নির্বাচন কমিশনের কাছে ডায়মন্ডহারবারের চারশোর বেশি বুথে এবং মথুরাপুরের বারোটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানান। বিজেপির অভিযোগ ওইসব বুথে ভোটগ্রহণ স্বচ্ছভাবে হয়নি। সিসি ক্যামেরায় কারচুপির অভিযোগও তিনি করেন নির্বাচন কমিশনের কাছে।
বিজেপির তরফে ডায়মন্ডহারবারের যেসব বুথে পুনর্নির্বাচনের দাবি করা হয়েছে, তার মধ্যে রয়েছে ফলতার সবকটি বুথ। এছাড়াও রয়েছে বজবজ, মহেশতলা এবং মেটিয়াবুরুজ ও সাতগাছিয়ার বেশ কিছু বুথ। এছাড়াও মথুরপুরের অন্তর্গত সাগর এবং কাকদ্বীপের বেশ কিছু বুথেও কারচুপির অভিযোগ তোলা হয়।