বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগের থেকে সাবধান করা হয়েছিল, আজকে আর ছাড় হলো না শিলিগুড়ি পৌরসভা আজকে চম্পা শাড়িতে একশোর উপরে দোকান ভেঙ্গে দিল। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, বারবার নোটের দেওয়া সত্ত্বেও কোন পদক্ষেপ নেননি দোকানদারেরা।
তাদের সাথে কোন যোগাযোগই করেননি, উল্টে আরো অসহযোগিতা করেছেন। তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিল, পৌরসভা। পুরো সভার কর্মচারীরা দোকান ভাঙতে আসলে , সেভাবে কেউ বাধা দেননি। পৌরসভার কর্মচারীরা জানান আমাদের উপর যা দায়িত্ব শুধু সেটাই আমরা পালন করছি। এদিন প্রচুর মানুষ দোকান ভাঙার সময় দাঁড়িয়ে ছিলেন। তবে পুরসভার কর্মীরা সেভাবে কোন বাধা পাননি। এটাই আশ্চর্য লেগেছে অনেকের। অনেকেই জানিয়েছেন বাইরে থেকে প্রচুর মানুষ আসছে, আর কোন ভাবে ঘর ভাড়া নিয়ে দোকান খুলছেন। তাদের তো এই অবস্থা হবেই। এখানে পুরসভার দোষটা কোথায় ? জানালেন তারা।