বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রবিবার নির্বাচন কমিশনে গেল বিজেপির প্রতিনিধি দল। সেই দলে ছিলেন বিদায়ী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং অপর মন্ত্রী পীযুষ গোয়েল। প্রসঙ্গত এদিনই ইন্ডিয়া ব্লকের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাত করে।
নির্বাচন কমিশনে সাক্ষাতের পরে সাংবাদিকদের সামনে পীযুষ গোয়েল অভিযোগ করেন, দেশের শক্তিশালী নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডাকে নষ্ট করতে চেষ্টা করছে কংগ্রেস ও ইন্ডিয়া ব্লক। সেই কারণেই তারা কমিশনের গিয়েছিলেন বলে জানান তিনি।
পীযুষ গোয়েল বলেন, কংগ্রেসেরক নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলগুলির একটি অংশ, ইন্ডিয়া ব্লকের কয়েকটি দল, এদের অনুগত সুশীল সমাজের একটি অংশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডাকে নষ্ট করতে চেষ্টা করছে। তাদের এই চেষ্টা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপরে সরাসরি আক্রমণ বলেও মন্তব্য করেন তিনি।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আক্রমণ করার জন্য কংগ্রেসকে অভিযুক্ত করেছেন পীযুষ গোয়েল। তাঁর দাবি নির্বাচন স্বচ্ছ্ব এবং ভাল হয়েছে। তাঁর অভিযোগ বিরোধীরা দেশের উন্নয়ন কে টার্গেট করছে। তিনি কটাক্ষ করে বলেন, জনগণের রায় যদি তাদের পক্ষে যায়, তাহলে বিরোধীরা সত্যমেব জয়তে বলেন আর তা না হলে প্রশ্ন তোলেন।
বিজেপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে কয়েকটি পদক্ষেপ নিতে অনুরোধ করেছে। সেগুলি হল,
গণনা প্রক্রিয়ায় থাকা সব আধিকারিককে নির্ধারিত প্রক্রিয়ায় সর্বনিম্ন বিবরণের সঙ্গে সম্পূর্ণরূপে পরিচিত হতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের সব প্রোটোকলকে অনুসরণ করতে হবে।
গণনা ও ফলাফল ঘোষণার য়ম নির্বাচনী প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নির্বাচনী প্রক্রিয়ায় যারা বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা নিশ্চিত করে সকলের উদ্দেশে একটি বিবৃতি জারি করতে হবে। সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করতে হবে।
প্রসঙ্গত, সপ্তম দফার নির্বাচন শেষ হয়েছে শনিবার। তারপর এক্সিট পোলের অনুমান প্রকাশিত হয়েছে। প্রায় সব অনুমানেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ফেরার পূর্বাভাস দেওয়া হয়েছে।