বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারতের আষ্টাদশ লোকসভা ভোট শনিবার শেষ হয়। বাংলায় ৯টি কেন্দ্রের মধ্যে খুবই আকর্ষনীয় কেন্দ্র ছিল দমদম লোকসভা কেন্দ্র।

দমদম লোকসভা কেন্দ্রে কিছু বিক্ষিপ্ত গন্ডগোলের খবর সকাল থেকেই আসতে থাকে। এরই মধ্যে হুমকির মুখে আতঙ্কিত সিপিএম এজেন্টের পরিবারকে আশ্বস্ত করতে ছুটলেন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। অভিযোগ, সকাল থেকে হুমকি দিয়ে বাড়িতে আটকে রাখা হয়েছে সিপিএমের এজেন্টকে। ‘গুলি করে মারব’, বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বাড়িতে ছিলেন অসুস্থ বাবা ও স্ত্রী। এলাকার সিপিএম কর্মীরা সন্ত্রস্ত হয়ে পড়েন।

খড়দহ বিধানসভা এলাকার মুড়াগাছায় সিপিএমের এজেন্ট রিন্টু কুরিকে বাড়ি থেকে বেরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এজেন্টের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, “আমার সংসারটা শেষ করে দিচ্ছে। আমার স্বামীকে গুলি করে মারবে বলছে। ওকে বেরতে দিচ্ছে না।” জেলা পরিষদের সদস্যা সোমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। সুজন চক্রবর্তী তাঁকে গিয়ে আশ্বস্ত করেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজন বলেন, “ওকে বেরতে দিচ্ছে না। ওর বাড়িতে অসুস্থ বাবা। এগুলো ভাল লাগেনা।” বলতে বলতে সুজনের গলা ভিজে আসে। তাঁকে রুমাল বের করে চোখ মুছতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *