বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল অরুণাচল প্রদেশ ও সিকিমের কিছু আঞ্চলিক উৎসব থাকার জন্য ওই দুই বিধান সভার ভোর গণনা রবিবার হবে। সকাল ৬টা থেকে শুরু হয়েছে ভোট গণনা।
গত ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনের দিনই এই দুই রাজ্যে ভোট গ্রহণ হয়। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময়ই কমিশন জানিয়েছিল, এই দুই রাজ্যের ভোটগণনা হবে ২ জুন। অরুণাচল প্রদেশের ৬০টি এবং সিকিমের ৩২ বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। ৬০ আসনের মধ্যে অরুণাচল প্রদেশে বিজেপি ইতিমধ্যেই ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বাকি ৫০ আসনের মধ্যে ঠিক হবে কে আগামী পাঁচ বছর রাজ্যে শাসন করবে।
প্রাথমিক প্রবণতা অনুযায়ী, অরুণাচল প্রদেশের ৬০টি আসনের মধ্যে ১৭টিতে আপাতত BJP এগিয়ে রয়েছে। উল্লেখ্য, তারা এর মধ্যেই সেখানে ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে। অন্যদিকে, সিকিমে, ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা (SKM) ৪টি আসনে এগিয়ে রয়েছে। BJP একটিতে এগিয়ে। সিকিমে এ বারে দু’পক্ষের লড়াইয়ে প্রধান মুখ এনডিএ জোটের শরিক সিকিম ক্রান্তিকারি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাঙ এবং টানা পাঁচ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিং। গত বিধানসভা নির্বাচনে এনডিএ জোট রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল। এ বারেও রাজ্যে ক্ষমতা দখলের ব্যাপারে আশাবাদী এই জোট। আরো কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য।