বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আষ্টাদশ লোকসভা নির্বাচনের সঙ্গেই অরুণাচল ও সিকিমের বিধানসভা নির্বাচন হয়। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা।

উত্তরপূর্বাঞ্চলের প্রান্তিক প্রদেশ অরুণাচলের মানুষ ভরসা রাখছেন বিজেপির উপরেই। সিকিমে ক্ষমতা থাকছে শাসক দল সিকিম ক্রান্তিকারী মোর্চা বা SKM-র হাতেই। দুই ঘণ্টার গণনার পরে সিকিমের ৩২টি আসনের মধ্যে ২৯টি আসনেই এগিয়ে রয়েছে এসকেএম। তবে অরুণাচল অন্য বার্তা দিচ্ছে। অরুণাচলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন।

ওখানকার মানুষ বুঝতে পেরেছে একটা শক্তিশালী চিন বিরোধী সরকার না গড়তে পারলে নিজেদের নিরাপত্তা বিপন্ন হতে পারে। অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আপাতত ২৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ১০টি আসনে। প্রসঙ্গত অরুণাচল প্রদেশের ৬০ বিধানসভা আসনের মধ্যে ইতিমধ্য়েই ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *