বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল ঝড়ে একেবারেই বিধ্বস্ত হয়ে পড়ল শিলিগুড়ি। গতকাল রাত দশটা থেকে শুরু হয় বৃষ্টি, সাথে ছিল প্রবল হাওয়া, প্রচণ্ড হাওয়া এবং বৃষ্টির কারনে একেবারেই বেসামাল হয়ে পড়েন শিলিগুড়ির মানুষ।
অনেকেই গাছের তলায় আশ্রয় নেন। ঝড়ে উপড়ে পড়ে গাছ, আটকে পড়ে যানবাহন চলাচল, এর উপরে লোডশেডিং এর কারনে রাস্তায় আটকে আরো অসুবিধার মধ্যে পড়ে যান সাধারন মানুষ। ঝড়ের কারনে একতলা বাড়ির টিনের চাল উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। শিলিগুড়ির সবকটি ওয়ার্ডেই বৃষ্টির কারনে জল জমা হয়ে যায়। বৃষ্টির কারনে জল জমা হয়ে যাএয়ায় রাস্তায় আটকে পড়ে বহু গাড়ি। বৃষ্টির বেগ এতটাই ছিল যে হোডিং উড়ে গিয়ে অন্য এলাকার মধ্যে গিয়ে পড়ে। রাত থেকেই উদ্বার করতে নেমে পড়েন ডেপুটি মেয়র। শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে গাছ উপড়ে রাস্তায় পড়বার খবর পাওয়া গেছে। শহরের বেশ কিছু ওয়ার্ড জলের তলায় চলে গিয়েছে বলে খবর।