বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গতকাল এর ঝড়ে উলটে পালটে গেছে শিলিগুড়ি। ঝড়ে নড়ে গেছে গোটা শহর। শিলিগুড়ির সবকটি ওয়ার্ডেই জল জমে রাস্তার মাঝখানটিকে অনেকটাই আটকে দিয়েছে।
শিলিগুড়ির সব ওয়ার্ডে জমা জল পরিদর্শনে নামলেন মেয়র। নিজে তিনি তার আধিকারিক দের দিয়ে প্রায় অর্ধেক শহর পরিদর্শন করলেন।মেয়র জানালেন ঝড়ে নষ্ট হয়ে গেছে অনেক বাড়ি।তাই দরকার ছিল দেখার। তাই আজ সকাল থেকে ঘুরলাম। দেখতে পারলাম অনেক মানুষ সমস্যা নিয়ে আছে। আজকে ঘুরে দেখে নিচ্ছি কতটা ক্ষতি হয়েছে কার।তারপরে দেখা যাক কতটা কি করতে পারি।এদিন মেয়র সকালেই বেরিয়ে পড়েন ঝড় নিয়ে পর্যবেক্ষন করতে। শিলিগুড়িতে গতকাল ঝড়ের কবলে পড়ে যায় বহু দামী গাছ।আটকে পড়ে যায় রাস্তা এবং গাড়ি। মেয়র খবর পেয়েই খোজ নেন এবং জানান আমি নিজে দাড়িয়ে থেকে দেখলাম। চেষ্টা করছি সবকিছু যাতে ঠিক থাকে।