বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রেমাল ঘূর্ণিঝড় ইতিমধ্যে তার শক্তি হারিয়ে ঝড়ে পরিণত হয়েছে। কিন্তু বিস্তীর্ণ অঞ্চলের শস্যের প্রচুর ক্ষতি হায়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কিছু আহত হয়েছেন।
এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর বার্তা সামনে আসলো। নিজের ফেসবুক হ্যান্ডেলে এদিন দুপুরে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এবারও সাইক্লোন রেমালের প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হল ও হচ্ছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার জীবনহানি তুলনামূলকভাবে অনেক কম।’ ঝড়-বৃষ্টির দুর্যোগের মধ্যে যাঁরা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বজনহারাদের আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। যারা নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তিনি।
নির্বাচন থাকয় বেশ কিছু আচরণবিধি মেনে চলতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘নিহতদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছাবে। ফসলের ও বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের বন্টন আইন-মোতাবেক প্রশাসন এখনই দেখে নেবে এবং নির্বাচনের আচরণবিধি উঠে গেলে আমরা এই সব বিষয় আরও গুরুত্ব দিয়ে পুরোটা বিবেচনা করব।’ তিনি সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।