ঘূর্ণিঝড় রেমালের দাপট বাড়তে শুরু করেছে উপকূলে। কলকাতা শহরেও দমকা বাতাসের দাপট বাড়ছে। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের ৬ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। দুপুরের পর থেকে আবহাওয়া বদলে যাবে শহরে।


কংক্রিটের ছাদের নীচে কোনও নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকা। ইতিমধ্যেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় মাইকিং শুরু করে দিয়েছে স্থানীয় পুরসভাগুলি। কলকাতায় গঙ্গার জল বাড়তে শুরু করে দিয়েছে। আজ কলকাতা এবং হাওড়ার সব ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

হাওয়ার দাপট বাড়তে শুরু করে দিয়েছে কলকাতায়। দুপুর ১২টার পর থেকে দমকা বাতাসের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টিও। ক্যানিং থেকে এখন ২৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে রেমাল। ঝড়ের দাপট যেমন বাড়ছে তেমনই বাড়ছে জলোচ্ছ্বাস। গঙ্গায় জলস্তরও বাড়তে শুরু করেেছ। দুপুর ১২টায় আবার জোয়ার আছে। তার জেরে আরও জলস্তর বাড়বে। কলকাতা শহরের একাধিক নীচু এলাকায় জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্বমেদিনীপুর, ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা শহরে মাইকিং শুরু হয়ে গিয়েছে। কলকাতা সংলগ্ন বিভিন্ন পুর এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। দুপুররে পর খুব প্রয়োজন না থাকলে যেন কেউ বাড়ির বাইরে না বেরোন।এমনিতেই আজ রবিবার। সেকারণে বেশিরভাগ অফিস ছুটি। স্কুল-কলেজে গরমের ছুটি চলছে। কাজেই নেহাত প্রয়োজন না থাকলে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। দিনের আলো থাকতে থাকতে কংক্রিটের কোনও ছাদের নীচে আশ্রয় নিতে বলা হয়েছে।ঘূর্ণিঝড়ের মধ্যে রাস্তায় বেরিয়ে কোনও রকম ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে ফুঁসে উঠেছে নদী। জলস্তর হু হু করে বাড়ছে। বিভিন্ন জায়গায় এনডিআরএফের টিম মোতায়েন করা হয়েছে। কলকাতা এবং হাওড়ার সব ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুর ১২টার পর আর কোনও উড়ান কলকাতা বিমানবন্দরে উড়বে না এবং কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে না।

বিমানের পাশাপাসি একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। বারাসত-হাসনাবাদ গামী প্রায় ১১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ঝোড়ো হাওয়ার দাপট ইতিমধ্যেই বাড়তে শুরু করে দিয়েছে কলকাতা শহরে। বিকেলের পর থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাতে গাছ পড়ার সম্ভাবনা রয়েেছ। বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তিও ঘটতে পারে সেকারণে আগে থেকেই সতর্ক করা হয়েছে নাগরিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *