বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আপাতত বন্ধ হয়ে গেল কলকাতার আকাশ। অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগের দিকে এগিয়ে আসছে। আবহাওয়ার পরিস্থিতি সময় গড়ালে ক্রমশ খারাপ হবে। বিমান পরিষেবা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। সে কারণেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দর।
এক দুই ঘন্টা নয়। টানা ২১ ঘন্টা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। আজ রবিবার বেলা বারোটার পর থেকেই কলকাতা বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হল। কোনও বিমান নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ওঠানামা করবে না। প্রায় একদিন কলকাতা বিমানবন্দর বন্ধ থাকছে। এই ঘটনা কার্যত নজিরবিহীন।
ঘূর্ণিঝড় রেমালের কারণে ২১ ঘন্টা অপারেশন বন্ধ কলকাতা বিমানবন্দরে। রবিবার দুপুর বারোটা থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এজন্য প্রায় ৫০ হাজার বিমান যাত্রী দুর্ভোগের মধ্যে পড়তে চলেছেন। জানা গিয়েছে, আগাম সর্তকতা হিসেবে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক এরিয়ার সমস্ত বিমানের ওঠানামা স্থগিত করা হয়েছে।
প্রতিদিন কলকাতা বিমানবন্দর থেকে এই মুহূর্তে গড়ে তিনশোর বেশি বিমান ওঠানামা করে। এই ঘটনার জেরে শতাধিক বিমান বাতিল হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ঝড়ের সময় যাতে কোনও রকম ক্ষয়ক্ষতি না হয়। সেজন্য বিশেষ সতর্কতা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কীভাবে ঝড়ের মোকাবিলা করতে হবে? তাই নিয়ে ইতিমধ্যেই কয়েক দফায় বিভিন্ন বিমান সংস্থা এবং আবহাওয়া বিদদের সঙ্গে বৈঠক করেছেন বিমানবন্দরের কর্তারা।
কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কণ্ট্রোও (এটিসি) রেমালের গতিবিধির উপর নজর রাখছে। এদিকে সকাল থেকেই একাধিক বিমান সংস্থা কলকাতা বিমানবন্দর থেকে তাদের উড়ান বাতিল করেছে। যাত্রীরা বিমানবন্দরে এসে এই খবর দেখতে পাচ্ছেন। ফলে অনেকের মধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ রেমাল আসছে, এ কথা ঠিক। কিন্তু কেন কর্তৃপক্ষ তাদের আগাম এই কথা জানালো না? সেই প্রশ্ন উঠেছে।
কলকাতায় নামা অনেক উড়ানই বাতিল করা হয়েছে আগে। হাতে গোনা কিছু বিমান সকালে কলকাতা বিমানবন্দর ছেড়েছে। বিমানবন্দরের বিভিন্ন জায়গায় নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে। বহু বিমানকে এরোড্রামে নিয়ে যাওয়া হয়েছে নিরাপত্তার জন্য।
আম্ফান দুর্যোগে রীতিমতো বেসামাল অবস্থা হয়েছিল কলকাতা বিমানবন্দরে। রানওয়ে ও সংলগ্ন জায়গায় জল জমে যেতে দেখা যায়। ঘূর্ণিঝড় যশের সময় বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। কিছু সময় বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দর। তবে এবারই প্রথম এত বেশি সময় প্রাকৃতিক দুর্যোগের জন্য বন্ধ থাকছে কলকাতা বিমানবন্দর।