বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সন্দেশখালি কাণ্ডে প্রথম থেকেই মাইলেজ পেয়েছে বিজেপি। কিন্তু পড়ে একে একে ভিডিও ভাইরাল হওয়ার পড়ে হাওয়া কিছুটা তৃণমূলের দিকে ঘুরেছিল।

আর এবার তৃণমূলের পক্ষে আরো ভালো খবর। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ছিলেন সিরিয়া। শুধু তাই নয়, সিরিয়া সেই নেত্রী যিনি গত ১৩ ফেব্রুয়ারি বিজেপির ডাকা বসিরহাট এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন। টাকিতে যে গাড়ির বনেটে সুকান্ত মজুমদার পড়ে গিয়েছিলেন, সেখানে উপস্থিত ছিলেন সিরিয়াও। বিজেপিতে সিরিয়ার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তাহলে হঠাৎ এমন কি হলো?

বৃহস্পতিবার মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ মমতাবালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন সিরিয়া পারভিন। এদিন তৃণমূলে যোগদানের পর সিরিয়া বলেন, “অনেকেই বলবে আমাকে তৃণমূল কিনে নিয়েছে। কিন্তু আর ক’দিন পর ভোট। এখন আমার কী পাওয়ার আছে? অসত্য কে সত্য প্রমাণের চেষ্টা চলছে। আর তৃণমূলের নেতারা জড়িত নন সন্দেশখালিতে। অভিযোগ ভুয়ো।” প্রশ্ন উঠেছে সিরিয়া পারভিনের বিবেক জাগরণ নিয়ে! হঠাৎ ভোটের মাত্র কয়েকদিন আগে তার বিবেগ জেগে উঠলো কেন? কেন তিনি এতদিন ‘অসত্য’র সঙ্গে ছিলেন? নাগরিক মহলের কাছে সিরিয়ার ভূমিকাও খুব স্বচ্ছ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *