বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল ক্যাটরিনা কাইফকে নিয়ে। লন্ডনে তাঁর এবং ভিকি কৌশলের বেড়ানোর ভিডিও ভাইরাল হতেই জল্পনা আরও পারদ চড়েছিল। ওভার সাইজ কোট পরে লন্ডনের রাস্তায় ঘুরছিলেন তিনি। তাহলে কি অন্তঃসত্তা ক্যাটরিনা কাইফ। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল।
এমনকী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোেনর আগেই কি সন্তানের জন্ম দেবেন ক্যাটরিনা কাইফ এই নিয়ে জল্পনার পারদ চড়েছিল। শেষ পর্যন্ত শোনা যাচ্ছে জল্পনা নয় খবর সত্যিই। মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। সেকারণেই তিনি লন্ডনে রয়েছেন। এবং সেখানেই তিনি সন্তানের জন্ম দেবেন। ক্যাটরিনা নিজেও কিন্তু ভারতের নাগরিক নন।
লন্ডনেই জন্মেছিলেন ক্যাটরিনা। তাঁর পরিবারও এখন সেখানেই থাকেন। নিজের সন্তানের জন্মও তিনি লন্ডনেই দিতে চান। অভিনেত্রী অনুষ্কা শর্মাও তাঁর তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম লন্ডনে দিয়েছিলেন। লন্ডন থেকে কয়েক মাস আগেই এসেছেন। এবার সেই পথে হাঁটতে চলেছেন অভিেনত্রী ক্যাটরিনা কাইফ। লন্ডনের হ্যাম্পস্টেডে বাড়ি রয়েছে ক্যাটরিনার। সেখানেই থাকেন এখন থাকছেন তিনি।
সেকারণেই ভিকি কৌশলকে প্রায় সেখােন যেতে দেখা যাচ্ছে। মাঝে মধ্যেই লন্ডনে ছুটে যাচ্ছেন ক্যাটরিনা। এখনও সেখানেই রয়েছেন তিনি। জানা গিয়েছে ক্যাটরিনার জন্যই সেখানে ছুটে গিয়েছেন বিকি কৌশল। কারণ লন্ডনেই সন্তানের জন্ম দেবেন ক্যাটরিনা। কিন্তু সেটা কি দীপিকার আগেই তা নিয়ে আবার জল্পনা তৈরি হয়েছে। গত ২০ মে মুম্বইয়ে বুথে ভোট দিতে এসেছিলেন দীপিকা এবং রণবীর সিং।
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দিপীকা। বেবিবাম্প বেশ স্পষ্ট হয়ে উঠেছে। গাড়ি থেকে দিপীকাকে নামানো থেকে বুথের ভেতরে নিয়ে যাওয়া সবটাই অত্যন্ত যত্ন সহকারে করেছেন রণবীর সিং। সন্তান আসার অপেক্ষায় রয়েছেন দীপিকা। এখন আর কোনও সিনেমাতে দেখাও যাচ্ছে না তাঁকে। গত বছর পর পর দুটে সিনেমা হিট করেছে দীপিকা পাড়ুকোনের। ২০২৪ সালের শুরুতেই হৃত্বিক রোশনের সঙ্গে সিনেমা মুক্তি পেয়েছে।