বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বামপন্থীরা বলছেন, ওরা ভয় পেয়েছে। সৃজন বলছেন, এর পিছনে তৃণমূলের দুষ্কৃতিদের হাত আছে। বাইকে বসে দু থেকে তিনজন। প্রত্যেকের মুখে বাধা কাপড়। বাইক থেকে নামছেন। আর তারপর একের পর এক পোস্টার ছিঁড়ে দিচ্ছেন তারা।
কার পোস্টার ছেড়া হচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী সৃজন ভট্টাচার্যের। আর গোটা বিষয়টি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। ঘটনাটি ঘটেছে নাকতলা বৈষ্ণবঘাটে। সিপিএম-এর দাবি, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। সিপিএম-এর অভিযোগ, যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থীর প্রচার দেখে কার্যত ভয় পেয়ে গিয়েছে তৃণমূল। তাঁর প্রচারে এত মানুষের সমাগম হচ্ছে, যাদবপুর থেকে হয়ত জিতেও যেতে পারেন তিনি। এমনই আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। আর সেই ভয় থেকে এই ধরনের কাজ করছে তারা। যদিও তৃণমূল সম্পূর্ণ অস্বীকার করেছে।
সিপিএম নেতৃত্ব বলেন, এলাকার সৃজনের সমস্ত পোস্টার ওরা ছিঁড়ে ফেলেছে। ওরা ভয় পেয়েছে। সিপিএমের এক নেতা বলেন, “আমাদের কাছে ফোন আসছিল সকাল থেকে। এরপর এলাকায় এসে দেখি সৃজন ভট্টাচার্যের যত ফ্লেক্স, পোস্টার ছিল সবটা ছিঁড়ে ফেলা হয়েছে। শুধু একটা জায়গা নয়। বিভিন্ন জায়গা থেকে প্রার্থীর পোস্টার, ফ্লেক্স টেনে ছিঁড়ে দিয়েছে। এ তো মাফিয়ারাজ চলছে।” এই নিয়ে চলেছে বিতর্ক।