বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মানুষের মন বোঝা খুবই ভার। কখন যে কার কাছে কে ভালো আর কে খারাপ তা বোঝা যায় না। বর্তমানে রাজ্যের রাজ্যপালকে নিয়ে চর্চা চলেছে চারিদিকে।
ঠিক সেই সময় একটি নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রীর মনে পড়ে গেছে প্রাক্তন রাজ্যপাল গোপাল গান্ধীর কথা। রাজ্যের প্রাক্তন রাজ্যপালের কাছে তিনি ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন বলেও জানালেন। তিনি গোপালকৃষ্ণ গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন রাজ্যপাল ছিলেন তিনি। সিঙ্গুর পর্ব থেকে শুরু করে নন্দীগ্রাম আন্দোলন, একাধিকবার রাজ্যপাল সকাশে সাহায্যপ্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেত্রী হিসেবে তাঁকে নিয়ে সদর্থক ভূমিকা নিতেও দেখা গিয়েছিল রাজ্যপাল গান্ধীকে। মমতা এদিন গোপাল গান্ধীর নামে আবেগ তাড়ির হয়ে ওঠেন।
সোমবার পাঁশকুড়ার সভা থেকে বিশেষ একটি দিনের কথা মনে করান মমতা। কৃতজ্ঞতাও স্বীকার করেন তিনি। মমতা বলেন, ‘নন্দীগ্রামের সময় বার বার আমাকে আটকে দেওয়া হয়েছিল রাস্তায়। কোলাঘাটে রাত ২টো পর্যন্ত অপেক্ষায় ছিলাম। সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ ।’ এরপরেই নিজের উপর আক্রমণের আশঙ্কার কথা জানিয়ে মমতা জানান, সেদিন রাজ্যপাল স্বয়ং তাঁকে সতর্ক করে দিয়েছিলেন। মমতা বলেন, ‘গোপালকৃষ্ণ গান্ধী এক জন বিরোধী দলনেতাকে দিয়ে আমাকে বার্তা দেন। বললেন, রাতটা সরে যাও। নয়তো যে কোনও সময় তোমাকে পেট্রল বোমা মেরে ওরা মেরে ফেলবে।’ স্বাভাবিক কারণেই মুখ্যমন্ত্রীর এই কথায় উদ্বেলিত হয়ে ওঠেন তার দলীয় কর্মী সমর্থকরা।