বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পাঁচ দফার ভোট হয়ে গেল কিন্তু একটিরও নির্বাচনী প্রচারে দেখা যায়নি বিজেপি সাংসদ জয়ন্ত সিনহাকে। এমনকী নির্বাচনী কোনও কাজেও তাঁকে দেখা যায়নি। দলের থেকে এক প্রকার দূরত্ব বজায় রেখেছেন হাজারিবাগের বিদায়ী সাংসদ জয়ন্ত সিনহা।
কেন তিনি পার্টির কোনও কাজে যোগ দিচ্ছেন না ভোটের আগে তা নিয়ে এবার তাঁকে নোটিস পাঠাল দল। রাজ্যসভা সাংসদ এবং বিজেপির রাজ্য সম্পাদক আদিত্য সাহু তাঁকে নোটিস পাঠিয়েছেন। এবং কেন তিনি দলের কোনও কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না তা নিয়ে জবাব দিতে বলা হয়েছে তাঁকে।
প্রসঙ্গত উল্লেখ্য এবার আর হাজারিবাগ কেন্দ্রে জয়ন্ত সিনহাকে টিকিট দেয়নি বিজেপি। সেকারণেই নাকি তিনি অসন্তুষ্ট। এবং পার্টির কোনও কাজেই তিনি যোগ দিতে চাইছেন না। হাজািরবাগ কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে বিধায়ক মানিক জয়সোয়ালকে। বিজেপির রাজ্য সম্পাদক আদিত্য সাহু জয়ন্ত সিনহাকে পাঠানো নোটিসে উল্লেখ করেছেন যবে থেকে মানিক জয়সোয়ালকে প্রার্থী করেছে বিজেপি তবে থেকে জয়ন্ত সিনহা পার্টির কোনও কাজে আগ্রহ দেখাচ্ছেন না।
নির্বাচনী কোনও কাজেই তিনি অংশ নেননি। পার্টি তাঁর এই আচরণকে স্বাভাবিক ভাবে দেখছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। গণতন্ত্রের উৎসবে এভাবে পার্টির সঙ্গে যুক্ত না থেকে নিজেেক সরিেয় রেখে ঠিক করছেন না বিজেপি নেতা। এতে পার্টির অন্যান্য সদস্যদের কাছে ভুল বার্তা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডির নির্দেশ অনুসারে এই শোকজ পত্র পাঠানো হয়েছে। হঠাৎ করে ভোটের কাজে অনিহা প্রকাশের সঠিক কারণ জানাতে হবে বিজেপি নেতাকে।
আগামী ২ দিনের মধ্যে কৈফিয়কত তলব করা হয়েছে জয়ন্ত সিনহার কাছে। যদিও বিজেপি নেতা জয়ন্ত সিনহা এই নিয়ে কোনও মন্তব্য করেননি প্রকাশ্যে। এবং টিকিট না পেয়ে প্রকাশ্যে কোনও ক্ষোভও প্রকাশ করেননি তিনি। তবে টিকিট না পেয়েই বিজেপি নেতা নিজেকে গুটিয়ে নিেয়ছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।