বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিমানের সঙ্গে ধাক্কা। বেঘোরে প্রাণ হারাল পরিযায়ী পাখিরা। দুই একটি নয়। ৩৬ টি পাখির মৃত্যুর খবর এসেছে। মনে করা হচ্ছে, আরও অনেক পাখি আহত। ফলে মৃত পাখির সংখ্যা বাড়তে পারে। এমন আশঙ্কাই করা হচ্ছে। ঘটনাটি বাণিজ্য নগরী মুম্বইয়ের৷

এমিরেটস এয়ারলাইন্স – এর একটি যাত্রিবাহী বিমানের সঙ্গে দুর্ঘটনা হয়েছে। সোমবার রাত ৯ টা ১৮ মিনিট নাগাদ ফ্ল্যামিঙ্গো পরিযায়ী পাখিদের একটি ঝাঁকের সঙ্গে এমিরেটস ইকে ৫০৮ বিমানের ধাক্কা লাগে। বিমানটিরও যথেষ্ট ক্ষতি হয়। বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করে।

বাণিজ্য নগরীর ঘাটিকোপারের পন্তনগরের লক্ষ্মী নগর এলাকায় এই দুর্ঘটনা হয়। বিমানের থেকে একটি পাখির ধাক্কা লাগার খবর পাওয়া যায়। যাত্রীদের সুরক্ষিত রেখেই বিমানটি বিমান বন্দরে নামে। বড় দুর্ঘটনা বিমানটির হতে পারত। এমন আশঙ্কাও করা হচ্ছে।

কিন্তু কীভাবে হল এমন দুর্ঘটনা? জানা গিয়েছে, বিমানটি মুম্বই বন্দরে অবতরণের পথে ছিল। ওই এলাকার উপর দিয়ে যাওয়ার সময় ফ্ল্যামিঙ্গো পাখির দলের সঙ্গে ধাক্কা খায়।প্রতি বছর গ্রীষ্মে, লক্ষ লক্ষ ফ্ল্যামিঙ্গো থানে ক্রিক এবং নবি মুম্বইয়ের জলাভূমি এলাকায় চলে যায়।

স্থানীয় এলাকায় একের পর এক পাখির মৃতদেহ পড়তে থাকে। অনেক পাখি গুরুতর জখম হয়ে ছটফট করছিল। বন দফতরের কর্মীরা জানিয়েছে, প্রাথমিকভাবে ৩৬ টি পাখির মৃতদেহ পাওয়া গিয়েছে৷ অনেক পাখি গুরুতর জখম৷ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। শুধু তাই নয়, আরও কোথাও মৃতদেহ পড়ে আছে কী না, তারও খোঁজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *