বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ধর্মকে রাজনীতির ব্যবসায়ে ব্যবহার করলে সমস্যায় পড়তেই হবে। গতকাল ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশ ও ইস্কনের কিছু কিছু সন্ন্যাসীকে মুখ্যমন্ত্রী আক্রমন করেছিলেন।
নাম নিয়েছিলেন বহরমপুর মিশনের কার্তিক মহারাজের। আবার সেই পথেই হেঁটে ওন্দায় মমতা বলেন, আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই। আমি কেন একটা ইন্সস্টিটিউশনের বিরুদ্ধে হব? আমি অসম্মানও বা কেন করব? এই তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন, দেখতে গিয়েছিলাম। আমি তো সবার কথা বলিনি। আমি বলেছি দু-একজনের কথা।
সাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিস রয়েছে। আশ্রম রয়েছে। ওরা এতো ভালো, ওরা সত্যি আমাকে ভালোবাসে। আমি একটি লোকের নাম করে বলেছি, তিনি কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেননি। ভোটের দুদিন আগে। আগের অধীর করতেন, এখন বিজেপি করে। ইতিমধ্যে কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন।