বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারতের আষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চাম দফার বাংলার ভোট হয়েছে চলেছে বেশ নরমে গরমে। বারাকপুরে বিজেপি নেতা কৌস্তব বাগচী পৌঁছাতেই তৃণমূল সমর্থকরা তার গাড়ি ভাঙচুর করে। টিটাগড়ে অর্জুন সিং পৌঁছাতেই তৃণমূল ‘গো ব্যাক’ শ্লোগান দেওয়া শুরু করে। বাড়তে থাকে উত্তেজনা।
অন্যদিকে, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে ডাকাত স্লোগান। অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক অসীমা পাত্র তুললেন ‘ডাকাত’ স্লোগান। পাল্টা আবার লকেট বললেন, ‘চোর’ দুই রাজনৈতিক দলের দুই নেত্রীর বাকবিতণ্ডায় উত্তপ্ত ধনেখালি। তৃণমূল কংগ্রেসের দাবি, এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। সেই সময় লকেট চট্টোপাধ্যায় আচমকাই এলাকায় এসে পৌঁছন। কেন তিনি এসেছেন এই নিয়ে প্রশ্ন তোলেন অসীমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের লোকজন। কার্যত সম্মুখ সমরে দেখা যায় লকেট-অসীমাকে। এমনকী বিজেপি-র তরফ থেকে ‘চোর-চোর’ স্লোগান ওঠে। এ প্রসঙ্গে অসীমা বলেন, “ডাকাত… এটা আমার বাড়ি। উনি নাটক করতে এসেছেন। লকেট ডাকাত, ডাকাত।” এ দিকে, আবার লকেট চট্টোপাধ্যায় বলেন, “তোরা গলা খারাপ করে আরও জোরে বল। এরা সব রিগিং করছিল। ভোট লুট করছিল।” চলেছে খেলা।