বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার কেন্দ্রের অধীন মেটিয়াবুরুজ। সেখানেই আগামী ২৯ মে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চেই থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।
এমনকি কলকাতায় রোড শো করারও কথা আছে তৃণমূল সুপ্রিমোর (Mamata Banerjee) । আর তা আগামী ২৭ মে করার কথা আছে তাঁর। যা খবর, উত্তর কলকাতায় কাঁকুড়গাছি থেকে তিন কিলোমিটার রোড শো করবেন মমতা। এরপর ৩০ মে দক্ষিণ কলকাতায় যাদবপুর থেকে আলিপুর ফায়ারব্রিগেড পর্যন্ত মেগা রোড শো করবেন বলে খবর।’
দীর্ঘ প্রায় ৮ কিলোমিটার পা’য়ে হেঁটে নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী শেষ করবেন বলে জানা গিয়েছে। দুটি ক্ষেত্রেই উত্তর এবং দক্ষিণ কলকাতার প্রার্থীরা থাকবেন। পাশাপাশি আগামী কয়েকদিন আরও কয়েকটি ব্যাক টু ব্যাক সভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে সভা করবেন তিনি।
আর তা আগামী ২৩ মে সল্টলেকে হওয়ার কথা আছে। সভায় যাতে লক্ষাধিক মানুষের ভিড় হয় সেজন্য এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি নিতে শুরু করেছে শাসকদল। জানা গিয়েছে, সল্টলেকের বিএফ-সিএফ মাঠে মুখ্যমন্ত্রীর সভা হওয়ার কথা আছে। ইতিমধ্যে সেই মাঠের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখেছেন পুলিশ প্রশাসন।
এমনকি মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি হিসাবে উচ্চ পর্যায়ের একটি বৈঠকও করেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। যেখানে মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি অনিতা মণ্ডল সহ মেয়র পারিষদ, কাউন্সিলার, রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়দের মতো একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন বলে খবর। ওই মিটিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে মহিলা জমায়েতের উপর জোর দেওয়া হচ্ছে। সেজন্য প্রত্যেকটি জাউগায় কাউন্সিলাররা ছোট ছোট সভা করেন সেই কথাও বলা হয়েছে।
তৃণমূল নেতৃত্বের দাবি, এবার বিধাননগরের মানুষ তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে ভালো লিড দেবে। বলে রাখা প্রয়োজন, এবার বিধাননগরকে কেন্দ্রকে বিশেষ নজর দিচ্ছে শাসকদল তৃণমূল। সল্টলেক তথা বিধাননগর বিধানসভা এলাকায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল। যদিও ২০২১ সালে পরিস্থিতি কিছুটা ভালো হয়। সেখানে তৃণমুলের ফল ভালো হয়। এবারও যাতে সেই ধারা অব্যাহত থাকে সেজন্য সল্টলেককেই মুখ্যমন্ত্রী বেঁছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।