বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। আর তা আগামী মে মাসের শেষলগ্নে তৈরি হতে পারে। যদিও ঝড়ের অভিমুখ কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়। তা বুঝতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলেই জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিস। যদিও পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা।

যদিও ঝড় নিয়ে বেশ কিছু বেসরকারি সংস্থা পূর্বাভাস দিয়েছে। তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার কথাও বলা হচ্ছে। এক বার্তায় আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৩ মে একটি নিম্নচাপটি তৈরি হওয়ার কথা রয়েছে। আর তা দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Cyclone) তৈরি হওয়ার কথা রয়েছে।

নিম্নচাপটি শক্তিশালী হয়ে সাইক্লোন (Cyclone) তৈরির সম্ভাবনা রয়েছে। আর তা তৈরি হলেই ঝড়ের অভিমুখ কোন দিকে যাবে তা স্পষ্ট হবে। যদিও মৌসম ভবনের একটি পূর্বাভাস বলছে, নিম্নচাপটি শক্তিশালী হতে পারে। আর তা হলে সেটি উত্তর ও উত্তর-পূর্বের দিকে এগোতে পারে বলে দাবি।

যদিও অভিমুখ যে কোনও সময় বদল ঘটতে পারে বলে দাবি আবহাওয়াবিদদের। হাওয়া অফিস বলছেন, তামিলনাড়ু থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত উপকূলের যে কোনও দিকে ঝড়ের অভিমুখ হতে পারে। তবে ঝড়ের অভিমুখ দক্ষিণ মায়নমার উপকূল হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

এমনকি উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশার দিকেও ঝড় (Cyclone) ধেয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। আবার বাংলাদেশ-মায়ানমারের দিকেও অভিমুখের ইঙ্গিত একটি মডেলে দেখা গিয়েছে বলে জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিস। তবে সবটাই নির্ভর করবে পরিস্থিতির উপর। বাংলার দিকে অভিজমুখ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। ফলে এখনই আশঙ্কার কিছু নেই বলেই জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিস।

তবে আগামী ৪৮ ঘণ্টায় বাংলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এমনটাই পুবাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনি ও রবিবার চার জেলায় তাপপ্রবাহের অশনি সঙ্কেত আলিপুর হাওয়া অফিসের। ক্রমশ গরম শুষ্ক আবহাওয়া থাকবে (West Bengal Weather Update) বলে জানানো হয়েছে।

বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। এমনকি পশ্চিমের জেলাগুলির কয়েকটি জায়গায় তাপমাত্রা ফের একবার ৪০ ডিগ্রি পের হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *