বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর অল্প পরেই নির্বাচন কমিশনের শোকজ চিঠি এসে পৌঁছালো কাঁথির তৃণমূল প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীর কাছে। আগামী ২৫ মে ভোট রয়েছে তমলুকে।
ভোটের ঠিক মুখে এই শোকজ নোটিসের জেরে বিপাকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, শোকজ়ের জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কমিশন। নির্বাচন কমিশনের তরফে শোকজ় নোটিসে এও বলা হয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে বিজেপি প্রার্থীর থেকে কোনও জবাব না আসে, তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু বলার নেই।সে ক্ষেত্রে নির্বাচন কমিশন নিজের মতো ব্যবস্থা নেবে।
জানা যাচ্ছে, আগামী ২০ মে (সোমবার) বিকেল পাঁচটার মধ্যে শোকজ় নোটিসের জবাব দিতে বলা হয়েছে বিজেপি প্রার্থীকে। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, সেই বিষয়ে জবাব তলব করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে।উল্লেখ্য, গত ১৫ মে হলদিয়ার এক জনসভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই নিয়ে গতকালই কমিশনের অফিসে অভিযোগ জানিয়েছিল তৃণমূল শিবির। সেই অভিযোগ প্রাপ্তির পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার পদক্ষেপ করল নির্বাচন কমিশন। শোকজ় নোটিস পাঠানো হল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। বলা হয়েছে, নির্বাচন কমিশন বিষয়টিকে খুবই গুরুত্ব সহকরে দেখছে।