কোচবিহারের ভোটে নজরে ছিল শীতলকুচি এলাকা। লোকসভা ভোটে এবার শীতলকুচিতে তেমন বড় রাজনৈতিক বিবাদ দেখতে পাওয়া যায়নি। তবে ভোট মিটতেই সামনে এল গুলি চালানোর ঘটনা। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে চালানো হল গুলি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্ক রয়েছে সাধারণমানুষের মধ্যে। আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম অনিমেষ রায়। তিনি শীতলকুচি লালবাজার পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন অনিমেষ রায়। তিনি দীর্ঘ সময় ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে। এলাকায় এবার ভোটের সময় সামনের সারিতে থেকেই তিনি কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পরে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। লালবাজার এলাকাতেই দলীয় কাজে যোগ দিয়েছিলেন তিনি।
রাতে কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁর পায়ে গুলি লেগেছে। গুলি চালানোর শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পঞ্চায়েত প্রধান। দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় গুলি চালানোর পরেই।
অনিমেষ রায়কে উদ্ধার করে প্রথমে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে কোচবিহারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। কী কারণে তাঁকে গুলি করা হল? রাজনৈতিক কারণ না কী ব্যক্তিগত শত্রুতা? সেই প্রশ্ন উঠছে।
তৃণমূল ও বিজেপি শিবিরের মধ্যেও এই ঘটনা নিয়ে চর্চা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। শুক্রবার সকাল থেকেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।