বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মেট্রো রেলের কাজের জন্য ময়দান চত্বরে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। এই অভিযোগে জোকা-ধর্মতলা মেট্রো সম্প্রসারণের কাজে স্থগিতাদেশে জারি করেছিল হাই কোর্ট। এবার সেই কাজ শুরুর জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
তাদের দাবি, মেট্রো রেলপথ সম্প্রসারণের জন্য ময়দান চত্বরের গাছগুলি পুনরায় প্রতিস্থাপন বা ‘ট্রান্সপ্লান্টেশন’ করার জন্য বনদপ্তরের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। সেই প্রয়োজনীয় অনুমতি মিলেছে। এবার মেট্রোর কাজ সম্প্রসারণের অনুমতি দেওয়া হোক।
কিন্তু এই সংক্রান্ত মূল জনস্বার্থ মামলাকারীর দাবি, ময়দান চত্বরে ওই গাছগুলি কোথায় পুনঃস্থাপন করা হবে তা স্পষ্ট করছে না মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এনিয়ে মেট্রো কর্তৃপক্ষের হলফনামা তলব করেছে আদালত। তা দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, কোনও অনুমতি ছাড়াই মোমিনপুর থেকে এসপ্ল্যানেড রুটে ময়দান এলাকায় ৭০০ গাছ কাটা হচ্ছে, এই অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হয় ‘পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা বলছে গাঠ লাগানোর কথা বলা হলেও কাজে করা হচ্ছে না।
বর্তমানে জোকা-এসপ্ল্যানেড মেট্রোপথের জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলছে। বাকি একটা বড় অংশের কাজ চলছে। এই মেট্রো পথের ময়দান অংশে কাজের জন্য বহু গাঠ কাটা হচ্ছে। যে কারণে ওই স্বেচ্ছাবেসী সংস্থা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলার প্রাথমিক শুনানিতে হাইকোর্ট জানায় মেট্রো সম্প্রসারণের কাজে আপাতত কোনও গাছ কাটা যাবে না। নতুন করে গাছ কাটতে হলে বন দফতরের অনুমতি নিতে হবে।