বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বারাণসী থেকে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এসে পৌঁছান বরানসীতে। গতকাল থেকেই তৎপর বরানসী। লোকসভা নির্বাচনের শেষ পর্বে অর্থাৎ ১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে ভোটগ্রহণ।
মঙ্গলবার মহাসমারোহে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। গতকাল, সোমবার দিনভর সংখ্যালঘুদের বার্তা দিতে চেষ্টার ত্রুটি রাখেননি মোদি। পটনা সাহিবে পাগড়ি মাথায় ভোগ রান্নায় হাত লাগান এবং তা পরিবেশনও করেন।
মঙ্গলবার সকাল থেকেই সাজো সাজো রব কাশীতে। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি করেন প্রধানমন্ত্রী মোদি। এরপর তিনি কাশী কোতোয়ালে গিয়ে আশীর্বাদ নেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি রুদ্রাক্ষে শ্রমিক সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ গোটা বারাণসী জুড়েই এখন সাজো সাজো রব।
বিপুল জনতা ছিলেল মোদীর পিছনে। এক অর্থে বলা যায় জন প্লাবন। তবে মনোনয়ন জমা দেবার কেন্দ্রের অনেক আগেই সেই জনস্রোতকে পুলিশ আটকে দেয়।