বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা ভোটে জনতা-জনার্দনের মন পেতে তিন হাজারী ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ হাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার রাতে এমনই এক ছবির স্বাক্ষী থাকলেন কোতুলপুরের মানুষ।
কখনও পায়ে হেঁটে তো কখনও হুডখোলা গাড়িতে চেপে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সৌমিত্র খাঁ-র সমর্থনে র্যালি করেন বিজেপি নেতা।
এমনকি কোতুলপুরের রাস্তায় এক মিছিলে অংশও নিলেন তিনি। এদিনের এই মিছিলে প্রার্থী সৌমিত্র খাঁ ছাড়াও দলের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা যা বলি সেটাই করি, মহারাষ্ট্র সরকার নিজেরা ১০০ টাকা ভর্তুকি দেওয়ার ফলে ওখানকার উজ্জ্বলা যোজনার গ্রাহকরা ৪৫০ টাকার বিনিময়ে গ্যাস পান। আমরা আগামী দিনে এরাজ্যে ক্ষমতায় এলে ওই টাকাতেই গ্যাস সিলিণ্ডার সরবরাহ করবো।
একই সঙ্গে চতুর্থ দফার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ওই লাঠি দিদির খাওয়ার কথা ছিল, সেই লাঠি তাঁরা খাচ্ছেন বলে দাবি করেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিতে নেই, উল্টো পাল্টা আর ভুলভাল বকছেন’। এই ভাষাতেই তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এহেন মন্তব্য নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। পালটা বিজেপির রাজ্য সভাপতিকে আক্রমণ শানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
যদিও তা কানে তুলতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি আরও বলেন, উনি হিংসা করে ভোট বন্ধের চেষ্টা করছেন। এই ঘটনায় প্রমাণ করছে ওনার জনসমর্থণ নেই। কেন্দ্রীয় বাহিনী কড়া হাতে ভোট সামলাচ্ছেন বলেও মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।
এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও শাসকদলকে আক্রমণ শানান। বলেন, টাকা দিয়ে নেওয়া চাকরি থাকবে না। এখনই তৃণমূল নেতাদের বাড়ি যান আর কলার ধরে বাড়ির বাইরে নিয়ে আসুন আর টাকা আদায় করুন। বিজেপির মহিলা মোর্চার ডাকে এই পদযাত্রায় দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও প্রার্থী সৌমিত্র খাঁ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি, বিধায়ক অমরনাথ শাখা সহ অন্যান্যরা পথ হাঁটেন।
বলে রাখা প্রয়োজন, ষষ্ঠ দফায় আগামী ২৫ মে রাজ্যের মোট ৮ টি লোকসভা আসনে (Lok Sabha Election 2024) ভোট হবে। নির্বাচন হবে বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর লোকসভা আসনে। আর তার আগে জমে উঠেছে এই সমস্ত কেন্দ্রের ভোট প্রচার।