বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মন্তেশ্বরের রাস্তায় দুই প্রার্থীর মধ্যে দেখা। প্রচারের দিনগুলিতে একে অপরের বিরুদ্ধে প্রবল আক্রমণ চালিয়েছেন। আজ সোমবার সেই লোকসভা কেন্দ্রেই ভোট। এবার আর আক্রমণ নয়। একে অপরকে দেখে হেসে ফেললেন। একে অপরকে হাতজোড় করে নমস্কার করলেন।


বর্ধমানের মন্তেশ্বর এলাকায় সৌজন্যের ছবি ধরা পড়ল কিছু সময়ের জন্য। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। তবে এই ছবি সাময়িক। কারণ, মন্তেশ্বর এলাকাতেই দিলীপ ঘোষের গাড়ি আটকানো হল। দিলীপ ঘোষকে ঘিরে স্লোগান দিল তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।

সকাল থেকেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় বিক্ষোভের খবর আসছে। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। দিলীপ ঘোষকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। মন্তেশ্বর এলাকাতেও তাঁকে দেখে বিক্ষোভ হয়। নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ, কীর্তি আজাদ। ভোটগ্রহণ পর্ব কেমন চলছে? সেই সব বিষয়ে তাঁরা খতিয়ে দেখছেন। মন্তেশ্বর এলাকায় দুজনেই পৌঁছেছিলেন। রাস্তায় কীর্তি আজাদ ও দিলীপ ঘোষের মুখোমুখি দেখা হয়ে যায়।
ভোটের প্রচারে এতদিন তারা ময়দানে ছিলেন। দুজনের কোনও দেখা হয়নি। বরং প্রচারে বেরিয়ে মাঝেমধ্যেই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। দিলীপ ঘোষকে অসভ্য বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল প্রার্থী। তাঁর সম্পর্কে কোনও কথাই বলতে ইচ্ছুক ছিলেন না কীর্তি আজাদ।

অন্য দিকে দিলীপ ঘোষ বরাবর কীর্তি আজাদকে খোঁচা দিয়েছেন। গরমের কারণে কীর্তি আজাদ বাড়ির ভিতর ঢুকে গিয়েছেন। কীর্তি আজাদ কটা ছয় মেরেছেন? ভোটে হারার পর তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এমন একাধিক মন্তব্য দিলীপ ঘোষ করেছিলেন। তাই নিয়ে যথেষ্ট সমালোচনাও হয়েছিল রাজনৈতিক মহলে।

তু তু ম্যায় ম্যয় চলা দুই প্রার্থী ভোটের দিন মুখোমুখি হয়। তবে এবার কোনও আঁচকাআঁচকি দেখা গেল না। দুজনের দেখা হতেই একে অপরের দিকে এগিয়ে এলেন। হাত ধরে দুজনেই দুজনকে শুভেচ্ছা জানালেন। দিলীপ ঘোষ হাতজোড় করে নমস্কার করলেন। কীর্তি আজাদও তাঁর প্রতি নমস্কার জানালেন। ভোটের দিন সৌজন্য দেখা গেল দুই প্রার্থীর মধ্যে। ক্ষণিকের জন্য অন্য ছবি ধরা পড়ল মন্তেশ্বরের রাস্তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *