বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সারা দেশের সঙ্গে বাংলাতেও চলছে চতুর্থদফার ভোটগ্রহণ। রাজ্যের আটটি কেন্দ্রে এদিন ভোট নেওয়া হচ্ছে। সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, বোলপুর, বীরভূম, বর্ধমান-পূর্ব এবং বর্ধমান-দুর্গাপুরে। ভোটগ্রহণ চলবে সন্ধে ছটা পর্যন্ত।
সোমবার সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। তবে ভোটের আগের রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে বোমা মেরে হত্যা করা হয়। এই ঘটনায় তৃণমূল সিপিআইএমের দিকে আঙুল তুললেও, পরিবার দলীয় অন্তর্দ্বন্দ্বের অভিযোগ করে সিআইডি তদন্তের দাবি করেছে।
বহরমপুরের অন্তর্গত বড়ঞায় কংগ্রেস এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়া অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেখানকার ১৬৫ নম্বর বুথে কংগ্রেস এজেন্ট ছাড়াই ভোট শুরুর কথ স্বীকার করে নিয়েছেন প্রিসাইডিং অফিসার।
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বুথে পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকায় যান স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। প্রথমে সেখানে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। বিজেপি অভিযোগ করেছে বিধায়ককে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। পাল্টা তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিধায়ক ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।
অন্যদিকে আসানসোল কেন্দ্রের অন্তর্গত রানিগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূল তাদের দলীয় পতাকা খুলে দিয়েছে। এর প্রতিবাদ করলে তৃণমূল হামলা চালায়।
আসানসোলের গ্রামীণ এলাকায় তৃণমূল অবাধে ভোট লুট করছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। পুলিশকে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেথেন তিনি।
বীরভূমের সিউড়ির আটনম্বর ওয়ার্ডে বিজেপি অস্থায়ী ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ দিয়ে সকালের শুরু। তারপর বেলা বাড়তেই সিউড়িতে ১৮ নম্বর ওয়ার্ডের ১৮৬ ও ১৮৭ নম্বর ওয়ার্ডে অশান্তি শুরু হয়। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করে বিজেপি।
বীরভূম কেন্দ্রের খয়রাশোলের অন্তর্গত কাঁকরতলা থানার বড়রায় অশান্তি। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য অভিযোগ করেছেন, বেশ কয়েকটি বুথ থেকে বিজেপির এজেন্টদের বের করে দেওয়া চহয়েছে। প্রিসাইডিং অফিসার এই কাজে তৃণমূলকে সাহায্য করছেন বলেও অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।
বীরভূম কেন্দ্রের নলহাটিতে বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি বিজেপি পতাকা খুলে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
নদিয়ার কৃষ্ণনগর কেন্দ্রের অন্তর্গত তেহট্টে এদিন বুথে বসা নিয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সিপিআইএমের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয়। সিপিআইএমের অভিযোগ তৃণমূলের হামলায় তাদের এক কর্মীর মাথা ফেটে যায়।