বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বন্যপ্রাণীদের দেহাংশ পাচার এর চেষ্টা চালাচ্ছিল এক ব্যক্তি, বন্যপ্রাণীদের দেহাংশ পাচারের চেষ্টা রুখে দিল পুলিশ ও বনদপ্তর বনদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়।
রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে জয়গার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের হাসিমারা ১০ নম্বর সেকশনের একটি হোটেলে বিশেষ অভিযান চালায় পুলিশ ও বনদপ্তর এর আধিকারিকরা। সেই সময় বিজয় রায় নামে এক ব্যক্তি হোটেলের পাশে দাঁড়িয়ে ছিল। তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। তল্লাশি চলে তার কাছ থেকে একটি ব্যাগ পাওয়া যায়, ব্যাগের ভেতরে ছিল বিরল প্রজাতির চারটি ক্লাউডেড লেপার্ডর চামড়া, বিভিন্ন প্রজাতির ভাল্লুকের পিত্ত, ও ক্যাটারপিলার ফাঙ্গাস। ওই ব্যক্তির নাম বিজয় রায়, নিবাস উত্তর ২৪ পরগনার হাবড়ায়। সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদপ্তর।