বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক;আজ সকালে শিলিগুড়ির 25নং ওয়ার্ডে বোমা পাওয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।শিলিগুড়ির 25নং ওয়ার্ডের নিউ টাউন পাড়ায় বোমা পাওয়া যায়।চাঞ্চল্য ছড়ায়।জানা গিয়েছে, শুক্রবার বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের কাছে ওই বোমা জাতীয় বস্তু পড়ে থাকতে দেখে এক কিশোর।
এরপর বিষয়টি স্থানীয়দের জানায় সে।এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াডে টিম পৌঁছেয়।
এরপর বস্তুটিকে মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যান করা হয় এবং জলে রেখে সনাক্তকরণ করা হয়।পরবর্তীতে বস্তুটি নিয়ে যাওয়া হয় মহানন্দা নদীতে।সেখানে বম্ব স্কোয়াড টিম হাতবোমা জাতীয় বস্তুটিকে নিষ্ক্রিয় করে।সেখান থেকে উদ্ধার হয় একটি তুবড়ি।কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাড়ার মানুষ জানালেন বোমা পাওয়ার বেশ কয়েকদিন আগের থেকেই পাড়ায় অসামাজিক কাজকর্ম চলছিল। বহু বেপাড়ার ছেলে এসে আড্ডা মারছিল। তাদেরই এই কাজ বলে দাবী করছেন এলাকার মানুষ।