বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক;ইতিমধ্যে রাজ্যের শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে বালি, মাটি, গোরু,পাথর, কয়লা ইত্যাদি অনেক কিছুই বিক্রির অভিযোগ এসেছিলো, এবার সামনে আসলো সরকারি বাড়ি ভেঙে নির্মাণ সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ।

ঘটনাটি জলপাইগুড়ির রাজাডাঙ্গা পঞ্চায়েত অঞ্চলে। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় এক ব্যক্তি জমি দান করার পর প্রায় ২৪বছর আগে বাম আমলে ইট, কাঠ, টিন দিয়ে পাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরী হয় । বর্তমানে সেখানে প্রায় ৯৮জন পড়ুয়া আছে। বহু বছরের পুরানো অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জরাজীর্ণ হয়ে পড়েছিলো। এরপর ক্রান্তি পঞ্চায়েত সমিতির তরফে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরীর উদ্যোগ নেওয়া হয়। ১৩লক্ষ টাকা বরাদ্দও হয়।

কিছুদিন আগে স্থানীয় বাসিন্দারা দেখতে পান পুরানো কেন্দ্রটি ভেঙ্গে ফেলা হচ্ছে। সম্প্রতি বাসিন্দারা জানতে পারেন কোনো টেণ্ডার এবং প্রশাসনিক নির্দেশ ছাড়াই ঘর ভেঙ্গে ফেলা হয়েছে এবং ঘরের ইমারতি দ্রব্য যেমন ইট, কাঠ, টিনগুলি গোপনে প্রায় ৬০হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য রোমিজুল আলম এবং আরও তিনজন স্থানীয় তৃণমূল কর্মী জড়িত বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। যদিও বিক্রির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত সদস্যের। তার দাবি মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তারা ইতিমধ্যেই ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। প্রশাসন ব্যবস্থা না নিলে আদালতে যাওয়ার হুশিয়ারও দিয়েছেন তারা । ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি নেতৃত্বও । এলাকা বাসীদের মধ্যেও তীব্র ক্ষোভ দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *