বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনের আবহে একের পর এক বিতর্কিত মন্তব্য! যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়তে হয়েছে কংগ্রেস (Congress) হাইকমান্ডকে।

সম্প্রতি ভারতীয়দের গায়ের রঙ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন স্যাম পিত্রোদা (Sam Pitroda)। যা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়। আর এই বিতর্কের মধ্যেই দলের ওভারসিজ প্রধান পদ থেকে ইস্তফা দিলেন স্যাম পিত্রোদা।

যা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। ইতিমধ্যে তাঁর ইস্তফা পত্র গ্রহণ করেছে কংগ্রেস। টুইট করেছেন জয়রাম রমেশ (Jayram Ramesh)। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই সম্পত্তির উত্তাধিকারের আইন ভারতেও চালু করার পক্ষে জোরাল সওয়াল করেছিলেন স্যাম পিত্রোদা (Sam Pitroda)।

এই প্রসঙ্গে আমেরিকার একটি আইনের তুলনাও করেন। তিনি (Sam Pitroda )মনে করেন, এটি হবে এমন সিদ্ধান্ত যা ধনীদের কথা ভেবে নয়। আর তা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়। আর এর মধ্যেই ফের চাঞ্চল্যকর মন্তব্য করেন। ভারতের বৈচিত্রকে বোঝাতে গিয়ে কার্যত বিস্ফোরক দাবি করেন কংগ্রেস নেতা। বলেন, পূর্ব ভারতের বসবাসকারী মানুষদের চিনাদের মধ্যে দেখতে। আরবের বাসিন্দাদের দেখতে পশ্চিম ভারতে বসবাসকারী মানুষদের।

এখানেই শেষ নয়! উত্তর ভারতের বসবাসকারী মানুষদের শ্বেতাঙ্গদের মতো এবং দক্ষিণ ভারতীয়রা আফ্রিকানদের মতো দেখতে বলেও দাবি করেন শ্যাম পিত্রোদা (Sam Pitroda)। এক সংবাদমাধ্যমকে দেওতা সাক্ষাৎকারে এহেন দাবি করেন। আর তা নিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এই ইস্যুকে সামনে রেখে লাগাতার কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে বিজেপি। এমনকি এই ইস্যুতে রাহুল গান্ধীকে আক্রমন শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, শাহজাদাকে এই বিষয়ে জবাব দিতেই হবে। গায়ের রঙ নিয়ে ভারতের মানুষকে অপমান তা কখনই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। টুইট করে আক্রমণ শানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আমাকে ভারতীয়ের মতো দেখতে বলে মন্তব্য করেন।
চাপ বাড়তে থাকে কংগ্রেসের উপর। আর এরপরেই দলের ওভারসিজ প্রধান পদ থেকে ইস্তফা দেন স্যাম পিত্রোদা। যা টুইট করে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

কংগ্রেস নেতার মন্তব্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। একই সঙ্গে টুইট করে জানান, ভারতের বৈচিত্রকে তুলে ধরতে পিত্রোদা যে বক্তব্য রেখেছেন তা দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য। এই বিষয়ে একমত নয় দল। স্যাম পিত্রোদার মন্তব্য ব্যক্তিগত বলেও দাবি করেন জয়রাম রমেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *