বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সন্দেশখালির ভিডিও পুরোটাই তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা এবং চক্রান্ত। এরসঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।

বিজেপি নেতা গদাধর কয়ালের কণ্ঠস্বর এটি নয় বলে দাবি করেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস ভোটের আগে পরিকল্পনা করে এই ভিডিও প্রকাশ করেছেন।

সকাল থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের পোস্ট করা সন্দেশখালির ভিডিও যেন ভোটের ময়দানে বোমা ফাটিয়েছে। সেই ভিডিওতে সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনা ঘটেইনি। পুরোটাই সাজানো ঘটনা। ২০০০ টাকার বিনিময়ে রেখা পাত্র অভিযোগ দায়ের করেছেন। সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র।

এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। তারপরেই বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে দাবি করেন, সন্দেশখালির পুরো ভিডিওটাই তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত। এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে করেছে। এই ভিডিওতে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের গলা নেই। পুরোটাই ভুয়ো বলে দাবি করেছেন তিনি।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বলেছেন ভাইপো আর আইপ্যাক মিলে তৈরি করেছে এই ভিডিও। ভাইপোকে জেলে পুরবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ভাইপো যে পরিকল্পনা করে এই সব কাণ্ড করছে কারণ তৃণমূল কংগ্রেস জেনে গিয়েছে তারা ভোটে জিতবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন ভিডিওতে এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর গলা নকল করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য সন্দেশখালির ভিডিওতে গঙ্গাধর কয়াল নিজেকে বিজেপির মণ্ডল সভাপতি দাবি করেছেন। এবং তিনি বলেছেন সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনাই ঘটেনি। পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছে। সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো। বিজেপি প্রার্থী রেখা পাত্র ২০০০ টাকার বিনিময়ে সেই অভিযোগ দায়ের করেছেন। এদিকে আবার রেখা পাত্র দাবি করেছেন শাহজাহান শেখরা গ্রেফতার হলেও প্রতিনিয়ত তাঁদের ভয় দেখানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *