বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পেরিয়ে গিয়েছে মাস! একটার পর একটা রাত কাটছে তিহাড় জেলে। বাড়ছে উদ্বেগ। এই অবস্থায় জামিন নিয়ে আশার আলো অরবিন্দ কেজরিওয়ালের। শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন বিচারপতি।
আদালত স্পষ্ট জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিন (Supreme Court on Arvind Kejriwal Bail) দেওয়া যায় কিনা তা খতিয়ে দেওয়া হবে। নির্বাচনেও কারণেই এহেন মত বলেও পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। আর তাতেই আশার আলো দেখতে শুরু করেছে আম আদমি শিবির। নেতৃত্বের দাবি, সত্য সামনে আসবেই।
আবগারি মামলায় দিল্লির মুখ্যনন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে তিহাড় জেলে বন্দি। যদিও ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আম আদমি সুপ্রিমো। জামিনের আবেদন জানিয়েছেন। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলার শুনানিতে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই জামিনের বিষয়ে বিবেচনা করা যেতে পারে বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে ডিভিশন বেঞ্চে।
শুধু তাই নয়, আদালত এদিন আরও জানায়, ইডির গ্রেফতারি নিয়ে কেজরিওয়ালের আবেদনের শুনানির টাইম লাগতে পারে। এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন জামিনের যুক্তি আদালত শুনতে পারে। আগামী ৭ মে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চেই তা হবে। এই বিষয়ে দু’পক্ষকেই নথি রাখার কথা বলেছে সর্বোচ্চ আদালত।
তবে জামিন যে হয়েই যাবে, তা না ভাবার কথাও বলেছেন বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়ালের নিজের অবস্থানের কথা মাথায় রেখে কোনও ফাইলে স্বাক্ষর করা উচিত কিনা তা বিবেচনা করতেও এদিন ইডিকে বলেছে আদালত।
বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনে কেজরিওয়ালের অবর্তমানে ময়দানে নেমেছেন তাঁর স্ত্রী। লাগাতার প্রচার চালাচ্ছেন। এমনকি প্রশাসনিক কাজকর্মেও হাত লাগাচ্ছেন। জেলে বন্দি থাকা কেজরিওয়ালের বার্তা সামনে আনছেন স্ত্রী সুনিতা কেজরিওয়াল।