বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে তীব্র আক্রমণাত্মক মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোলের মঞ্চ থেকে বিজেপি সরকারকেও কটাক্ষ করলেন। “বিজেপির কাছে নারী সুরক্ষার কথা শুনব?” সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রশ্নের মুখে রাজভবন ও রাজ্যপাল। এক তরুণী শ্লীলতাহানির অভিযোগ করেছে। ঘটনা রাজভবনের অন্দরে। অভিযুক্ত স্বয়ং রাজ্যপাল। কলকাতার হেয়ার স্ট্রিট থানা ঘটনার তদন্ত করছে।

এই পরিস্থিতিতে শুক্রবার থেকেই রাজনীতির পারদ বেড়েছে৷ মুখ্যমন্ত্রী ঘটনার প্রতিবাদ করে রাজ্যপালের তীব্র আক্রমণ শানিয়েছেন। আরও একাধিক ঘটনা আছে। ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ।

একইভাবে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। আসানসোলে শত্রুঘ্ন সিনহার সমর্থনে সভা করতে গিয়েছিলেন অভিষেক। সেখানে রাজভবন প্রসঙ্গ ওঠে বক্তব্য রাখার মধ্যে।
“রাজ্যপাল তাঁর মেয়ের বয়সী এক কর্মীর শ্লীলতাহানি করেছেন বলে থানায় অভিযোগ দায়ের হয়েছে। যৌন হেনস্থায় জড়িতদের লোকসভায় প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর এই বিজেপির থেকে নারী সুরক্ষার কথা শুনতে হবে? ” প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপিতে থাকা ব্রিজভূষণ সিং মহিলা কুস্তিগিরদের শ্লীলতাহানিতে অভিযুক্ত। সেই ঘটনায় রাজধানী দিল্লিতে ঝড় উঠেছিল। বিজেপি এবার তাকে টিকিট দেয়নি। তার ছেলেকে টিকিট দিয়েছে। এদিন সেই ব্রিজভূষণ প্রসঙ্গ তুলে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

লখিমপুরে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার ঘটনাও তুলে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের ঘটনাও তুলেছেন তৃণমূল নেতা। উত্তরপ্রদেশের আদিত্যনাথ যোগীকে আক্রমণ করেছেন তিনি।

বাংলার রাজ্যপালকে নিয়ে এই মুহূর্তে চলছে রাজনৈতিক চর্চা। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যে এই মুহূর্তে নেই৷ আজই তিনি কেরল গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *