বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে একটি অরাজনৈতিক সংস্থার রক্তদান শিবিরে তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন উত্তর কোলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। দুজনের মধ্যে কথা হয়।

বক্তব্য রাখতে গিয়ে কুনাল তাপসের প্রশংসা করেন। আর তার পড়ে তাকে সম্পাদকের পদ থেকে আপসারণ করা হয়। এর পড়ে কুনাল ঘোষ প্রাথমিক প্রতিক্রিয়া দেন। পড়ে আরো কিছুটা আক্রমনাত্মক হয়ে বলেন, দেবের বেলায় ছাড়। কিন্তু কুণাল ঘোষ সৌজন্য দেখালে তাঁকে কেন ‘অগ্নিপরীক্ষা’ দিতে হবে? এমনই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের ‘অপসারিত’ রাজ্য সাধারণ সম্পাদক। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে আক্রমণ শানানো মিঠুন চক্রবর্তীকে যখন ‘গার্ডিয়ান’ বলেন দেব, তখন দলের শীর্ষ নেতৃত্ব জেগে ওঠেন না। অথচ তাঁর মতো লড়াকু কর্মীদের কি অগ্নিপরীক্ষা দিতে হবে? ধীরে ধীরে তিনি আক্রমনের সুর চড়াচ্ছেন।

আপসারনের পরেই তিনি ডেরেককে ‘কুইজ মাস্টার’ বলে সম্বোধন করেন। তৃণমূলের ‘দ্বিচারিতা’ নিয়ে সরব হয়ে কুণাল দাবি করেন, দেবের বেলায় জেগে ওঠেন না ‘কুইজ মাস্টার’ এবং তাঁর ‘পিছনে থাকা পরিচালকরা’। আর সেই ‘পরিচালক’ বলতে তিনি যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বোঝাচ্ছেন, তা বোঝাতেও কোনওরকম কুণ্ঠাবোধ করেননি কুণাল। তাঁর কথায়, ‘যিনি তৃণমূলকে আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, (সেই) মিঠুন চক্রবর্তীকে যখন দেব বলেন যে তিনি বাবার মতো, (বলেন যে) কিডনি দিতে পারি, (বলেন যে) গার্ডিয়ান বলেন, তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না? বা কুইজ মাস্টারের পিছনে থাকা পরিচালকরা জেগে ওঠেন না?’ বেশ বোঝা যাচ্ছে যে কুনাল এবার কিছুটা বেসুরো। এখন দেখার তিনি কোন পথে চলতে চাইছেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *