বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মঞ্চ থেকে এবার বড়পর্দায় আগমন ঘটতে চলেছে ‘অথৈ’-এর। উইলিয়ম শেক্সপিয়রের কালজয়ী নাটক ‘ওথেলো’ থেকে অনুপ্রাণিত হয়েই ‘অথৈ’-এর জন্ম।

২০১৬ সালে ‘নটধা’ নাট্যদলের প্রযোজনায় ‘অথৈ’ নাটকটি সাড়া ফেলে দিয়েছিল চারদিকে। অনির্বাণ ভট্টাচার্য, তূর্ণা দাশ, অর্ণ মুখোপাধ্যায়, জয়দেব ঘোষ প্রমুখের অভিনয়ে এই নাটকটি মঞ্চস্থ হয়। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’র একটি বাংলা নাট্যরূপ দিয়েছিলেন পরিচালক অর্ণ।

পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় মঞ্চস্থ হয়েছে এই নাটক। এই নাটককেই এবার বড়পর্দায় নিয়ে আসছেন অর্ণ। এখানে পরিচালকের দায়িত্ব যেমন সামলেছেন অর্ণ, তেমনই ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে সামলেছেন অনির্বাণ ভট্টাচার্য।

এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে অর্ণকে। নেতিবাচক ভূমিকায় রয়েছেন অনির্বাণ। এই ছবিতে শেক্সপিয়রের ডেসডিমনার ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। তবে অনির্বাণ নয়, বরং এবার অর্ণর সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

‘অথৈ’ নাটকটিতে অনির্বাণ ভট্টাচার্যের চরিত্র খলনায়ক ‘ইয়াগো’র মধ্যে মিশে গিয়েছিল ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্র। দুই চরিত্রের মিশেল, নতুন প্রজন্মের অভিনয়, চিত্রনাট্য, সব মিলিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিল সেই নাটক। এবার সেই নাটকই মঞ্চ থেকে সোজা সেলুলয়েডের দিকে যাত্রা শুরু করেছে। আগামী ১৪ জুন বড়পর্দায় মুক্তি পাবে ‘অথৈ’। তার আগে প্রকাশ্যে এল এই ছবির টিজার।

‘মানুষ মানুষকে ভালোবাসেনা, ঘেন্না করে’। অথৈ-এর টিজারের শুরুতেই শোনা যায় এই সংলাপ। আর এ থেকেই স্পষ্ট যে বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বই এই টিজারের মূল উপজীব্য।
এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছেন মেয়েবেলার ডোডো অর্থাৎ অভিনেতা অর্পণ ঘোষাল। শুরু থেকেই ‘অথৈ’ নাটকের অংশ অর্পণ। মঞ্চে মাইকেল ক্যাসিওর চরিত্রে দেখা যায় তাঁকে। বড়পর্দাতেও সেই একই ভূমিকায় দেখা যাবে তাঁকে।

প্রকাশ্যে আসার পরই দর্শকের মন ছুঁয়েছে ‘অথৈ’-এর টিজার। এবার মঞ্চের ‘অথৈ’কে বড়পর্দায় দেখার অপেক্ষায় দর্শকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *