বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুস্পা-২-র মুক্তির দিন এগিয়ে আসছে। ইতিমধ্যেই টিজার প্রকাশ্যে এসেছে। বিপুল টাকা খরচ করে পুস্পা-২ তৈরি করেছেন পরিচালক। ইতিমধ্যেই নেটফ্লিক্সের সঙ্গে িডলিং হয়ে গিয়েছে প্রযোজনা সংস্থার। মুক্তির আগেই ১০০ কোটি টাকা ঘরে তুলেছে প্রযোজক।
জানা গিয়েছে ২৭৫ কোটি টাকা দিয়ে ওটিটি সত্ত্ব বিক্রি করেছে প্রযোজক। এখনও পর্যন্ত ঠিক আছে। কিন্তু চমকে যাবেন আল্লু অর্জুনের পারিশ্রমিক জানলে। শোনা গিয়েছে তিনি ৩০ শতাংশ পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। জানা গিয়েছে ১০০ কোটি টাকা নিয়েছেন তিনি ছবিটির জন্য। তার পরেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে ১৫০ কোটি টাকা করে দিয়েছেন।
ইতিমধ্যেই নাকি জওয়ানের পরিচালক অ্যাটলির সঙ্গে চুক্তি করে ফেলেছেন আল্লু অর্জুন। অর্থাৎ দেশের সবচেয়ে বেশি পারকিশ্রমিকের অভিনেতায় পরিণত হয়েছেন তিনি। শোনা যায় শাহরুখ খান জওয়ান ছবির জন্য ১০০ কোটি টাকা নিয়েছিলেন। যদিও সত্যিটা জানা যায়নি। রজনীকান্তও তাই ১০০ কোটি টাকা নিয়েছে। কিন্তু আল্লু অর্জুন সেই টাকা বাড়িয়ে ১৫০ কোটি করে দিয়েছেন।
অর্থাৎ এখন দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকের অভিনেতায় পরিণত হয়েছেন আল্লু অর্জুন। জানা গিয়েছে ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে ছবিটি। উত্তর ভারতে ইতিমধ্যেই ২০০ কোটি টাকায় সিনেমাহলের সঙ্গে ডিল হয়ে গিয়েছে। আর ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে ২৫০ কোটি টাকায়। এই ছবিতে অভিনেত্রী রশ্মিকা মান্দানাও বিপুল টাকা নিয়েছেন বলে জানা গিয়েছে।
আল্লু অর্জুন তাঁর পারিশ্রমিক এই বিপুল হারে বাড়িয়ে দিলে আর কোনও ছবির কাজ তিনি পাবেন কিনা তা নিয়ে অনেকেই জল্পনা শুরু করেছেন। এদিকে দক্ষিণভারতের জনপ্রিয় পরিচালক অ্যাটলির সঙ্গে নাকি তাঁর কথা হয়েছে। আপাতত একাধিক ছবিতে ঝাঁপাতে চাইছেন না অভিনেতা। হাতে অল্প ছবি রেখে কাজ করতে চাইছেন তিনি।