বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রশান্ত কিশোর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতান্তর ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে। প্রশান্ত কিশোর বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফল আগেরবাবের থেকে ভাল হবে। যা মেনে নিতে পারছেন না তৃণমূলে নিচু থেকে ওপরতলার কেউই।
অন্যদিকে, রাজ্যে তৃণমূলের প্রচারে সাহায্য করতে একটানা কাজ করে চলেছে প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক। আইপ্যাকের কর্মীরা দিন-রাত এক করে কঠোর পরিশ্রম করে চলেছেন। অন্যদিকে বিজেপিও বিভিন্ন আসনে তাদের জয় নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রশান্ত কিশোর এবং আইপ্যাক সরাসরি গত ২০২১-এর বাংলার বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯-এ রাজ্যে তৃণমূলের খারাপ ফলের পরে তৃণমূলের দায়িত্ব নিয়েছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু ২০২১-এ বিধানসভা নির্বাচনে জয়ের পরে প্রশান্ত কিশোর দায়িত্ব ছাড়েন, তবে তাঁর টিম আইপ্যাক তৃণমূলের হয়ে কাজ করে চলেছে।
বিভিন্ন লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে আইপ্যাকের পেশাদারদের একটি বড় দল তৃণমূলের নেতা ও কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে। আইপ্যাক তৃণমূলের প্রচার থেকে শুরু করে জনসংযোগ, নির্বাচনী স্লোগান, সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
প্রতীক জৈনের নেতৃত্বে বাংলায় আইপ্যাকের টিম তৃণমূলের হয়ে কাজ করছে। সেই দলেই এক সদস্য জানিয়েছেন, তাঁদের টিম ৪২ টি লোকসভা কেন্দ্রে সক্রিয় রয়েছে। বিরোধীদের অভিযোগের মোকাবিলা করা থেকে শুরু করে প্রচারের কৌশল সবই ঠিক করে দিচ্ছে। তৃণমূলের এবারের ফল চমকপ্রদ হবে বলেই দাবি আইপ্যাকের।
প্রসঙ্গত, উল্লেখ করা প্রয়োজন, ২০১৯-এর লোকসভা নির্বাচন বিজেপি বাংলায় ৪২ টি আসনের মধ্যে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১৮ টি আসন দখল করে। তারপরেই তৃণমূলের তরফে প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ করা হয়। ২০২১-এ বিজেপির চ্যালেঞ্জের মোকাবিলা করে তৃণমূল কংগ্রেস।
আইপ্যাকের তরফে বলা হচ্ছে, ২০১৯-এ বিজেপি রাজ্যে ১৮ টি আসন জেতার পর থেকে বাংলায় সেরকম কোনও কাজ করেনি। এছাড়াও মনরেগা, পিএম আবাস-সহ কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। জনগণ এর বিরুদ্ধে ভোট দেবে। পাশাপাশি কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার প্রায় ৬০ লক্ষ মনরেগা শ্রমিককে তাঁদের বকেয়া দিয়েছে।
এছাড়াও লক্ষ্মীর ভান্ডারে প্রতিমাসে ভাতা পাচ্ছেন রাজ্যের প্রায় দুই কোটি মহিলা। আইপ্যাকের দাবি, এবার উত্তরবঙ্গে ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস।
আইপ্যাকের তরফে বলা হচ্ছে, বাংলার ৪২ টি আসনেই লড়াই হচ্ছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। এবার অন্য কোনও দল কোনও আসনই পাবে না। তবে আইপ্যাক কোনও আসনকেই হাল্কা ভাবে নিচ্ছে না।
অন্যদিকে বিজেপিও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় তাদের কলসেন্টারগুলি দিনরাত কাজ করে চলেছে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের নিশানা করেছে গেরুয়া শিবির।